জামিনে মুক্ত লতিফ সিদ্দিকী
সুপ্রিম কোর্টে জামিন আদেশ বহাল থাকায় আব্দুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে ছাড়া পেয়েছেন। দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে বেরিয়ে আসেন।
লতিফ সিদ্দিকীর আইনজীবী শাহ মঞ্জুরুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, অসুস্থ থাকায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সর্বোচ্চ আদালত জামিন বহাল রাখায় সন্ধ্যায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তিনি বের হন।
এর আগে গত ৪ নভেম্বর দুদকের মামলায় লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুদক। আজ প্রধান বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এর ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে সকল আইনি বাধা দূর হয়।
বাংলাদেশ জুটমিল করপোরেশনের জমি বেআইনিভাবে বিক্রির মাধ্যমে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় লতিফ সিদ্দিকীসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি করে দুদক। মামলায় গত ২০ জুন বগুড়ার আদালতে লতিফ সিদ্দিকী জামিন আবেদন জানালে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
Comments