পরিবহন ধর্মঘটের ডাক না দেওয়ার আহ্বান কাদেরের
নতুন সড়ক পরিবহন আইনের বিরোধিতা করে কেনো ধরণের ধর্মঘটের ডাক না দিতে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (১৮ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে কাদের বলেন, “আমি সবাইকে নতুন সড়ক পরিবহন আইন মেনে চলতে এবং কোনো প্রকার ধর্মঘট না করার আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, “যতোই চাপ থাকুক, সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করা হবে। সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে আইনটি বাস্তবায়নের বিকল্প নেই।”
মন্ত্রী আরও বলেন, “গতকাল থেকে নতুন সড়ক পরিবহন আইন পুরোপুরি প্রয়োগ করা হয়েছে এবং আজ থেকে ঢাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।”
এর আগে, গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে। তবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আইনের প্রয়োগ প্রথমে এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ওবায়দুল কাদের।
এরপর সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়। গত বৃহস্পতিবার মৌখিক সেই ঘোষণার সময়সীমা শেষ হয়েছে।
Comments