ফি বাড়ানোর প্রতিবাদে উত্তাল জেএনইউ
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) হোস্টেল ফি ৩০০ গুণ বাড়ানোর প্রেক্ষিতে বিক্ষোভ করছেন সেখানকার শিক্ষার্থীরা।
তাদের বিক্ষোভ আজ (১৮ নভেম্বর) ক্যাম্পাসের বাইরে এসে তা এগিয়ে যায় দেশটির জাতীয় সংসদের ভবনের দিকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আন্দোলন-বিক্ষোভে বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল হয়ে ওঠার পর চাপের মুখে ফি কমানোর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু, তাতে শান্ত করা যায়নি আন্দোলনকারীদের।
তাদের দাবি, পুরনো ফি-ই বহাল রাখতে হবে। সেই দাবি নিয়েই আজ তারা রওনা হন সংসদ অভিমুখে। তবে বিক্ষোভকারীদের মাঝপথেই আটকে দেয় পুলিশ।
জেএনইউয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই ফি কমানোর কথা জানান মানবসম্পদ উন্নয়নমন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তা।
শিক্ষা সচিব এস সুব্রহ্মণ্যম টুইট করে জানান, “জেএনইউ এর নির্বাহী কমিটি ঘোষণা করেছে, হোস্টেল ফির একটি বড় অংশ কমিয়ে দেওয়া হবে, এবং অন্যান্য শর্তও প্রত্যাহার করা হবে। পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্যও একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। ক্লাসে ফিরে যাওয়ার সময় এসেছে।”
কর্তৃপক্ষের কোনো ঘোষণায় আস্থা রাখতে পারেননি শিক্ষার্থীরা। পোস্টার হাতে নিয়ে শত শত শিক্ষার্থী আজ ফি বাড়ানোর বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ মিছিলে যোগ দেন।
প্রতিবেদনে বলা হয়, ক্যাম্পাসের বাইরে প্রায় ১,২০০ পুলিশ মোতায়েন করা হয়। প্রতিবাদকারীদের সংসদে যাওয়ার আগেই আটকে দেওয়া হয়।
Comments