গোলাপি বলে স্পিনারদের জন্য কি থাকছে?

গোলাপি বলে স্যুয়িং করানো যায় বেশি, থাকবে শিশিরের প্রভাব, তাই দিবারাত্রির টেস্টে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে গোলাপি বলে ব্যাটিং-বোলিং অনুশীলন করে এসে মেহেদী হাসান মিরাজ স্পিনারদের জন্যও খুঁজে পেয়েছেন কিছু সুবিধা। জানিয়েছেন কিছু অসুবিধার কথাও।
Mehidy Hasan Miraz
ছবি: বিসিবি

গোলাপি বলে স্যুয়িং করানো যায় বেশি, থাকবে শিশিরের প্রভাব, তাই দিবারাত্রির টেস্টে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে গোলাপি বলে ব্যাটিং-বোলিং অনুশীলন করে এসে মেহেদী হাসান মিরাজ স্পিনারদের জন্যও খুঁজে পেয়েছেন কিছু সুবিধা। জানিয়েছেন কিছু অসুবিধার কথাও।

কলকাতায় ২২ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্ট। দুই দলেরই প্রথম দিবারাত্রির টেস্ট হওয়ায় তা নিয়ে আগ্রহও তুমুল। ইন্দোর টেস্টে তিনদিনে হেরে যাওয়ার পর বাংলাদেশ অচেনা গোলাপি বলের সঙ্গে এই দুদিনে পরিচিত হতে পেরেছে। পেসারদের জন্য এই বলে বাড়তি সুবিধার কথা আগেই জানা গিয়েছিল।

সোমবার গোলাপি বলে অনুশীলন করে এসে মিরাজ জানালেন কাজে লাগাতে পারলে স্পিনারদের জন্যও থাকবে রসদ,  ‘আমার কাছে মনে হিয় স্পিনাররা স্কিট করতে পারবে বেশি, বাউন্সও থাকতে পারে, টার্নও থাকতে পারে। যতটুকু অনুশীলন করলাম মনে হচ্ছে বলটা ফরওয়ার্ড হচ্ছে, বাউন্স থাকছে স্পিনাদের জন্য। এটা হয়তো বাড়তি সুবিধা হবে স্পিনারদের জন্য।’

কিন্তু পাশাপাশি একটা অসুবিধার উদ্বিগ্ন করছে বাংলাদেশের অফ স্পিনারকে, ‘যখন সিমে যায় অনেকসময় বোঝা যায় আবার অনেক সময় সিম বোঝা যায়না। একটু হয়তো স্পিনাররা সিমও বুঝবোনা এখানে হয়তো বাড়তি সমস্যা স্পিনারদের জন্য।’

গোলাপি বল ব্যাটসম্যানদেরই নিতে পারে বড় পরীক্ষা। আছে মুভমেন্ট। মনোযোগের ঘাটতি থাকলে দ্রুতই বাড়তে পারে বিপদ। তবে সুবিধা-অসুবিধা যা-ই হোক গোলাপি বল নিয়ে নিজেদের রোমাঞ্চের কথা জানালেন মিরাজ,  ‘আসলে সবাই পজিটিভ, সঙ্গে রোমাঞ্চিতও। এরকম গোলাপি বল ও ফ্লাডলাইটে প্রথমবার খেলবে সবাই। বলটা সাধারণই, তারপরও সতর্ক থাকতে হবে।’

Comments

The Daily Star  | English
EC turns a blind eye to polls code violations

Nomination submission deadline won’t be extended: EC

The deadline for the submission of nomination papers ended at 4:00pm today

1h ago