আগামীকাল থেকে ধর্মঘটে যাচ্ছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

নতুন সড়ক পরিবহন আইন স্থগিত করে সংশোধনের জন্য আগামীকাল (২০ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
Truck-Strike.jpg
১৯ নভেম্বর ২০১৯, রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেন বাংলাদেশ ট্রাক-কাবার্ড ভ্যান ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। ছবি: স্টার

নতুন সড়ক পরিবহন আইন স্থগিত করে সংশোধনের জন্য আগামীকাল (২০ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সংগঠনের আহ্বায়ক মো. রুস্তম আলী খান জানান, নয় দফা দাবিতে আগামীকাল ভোর ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন তারা।

আজ সকালে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি এ ঘোষণা দেন।

এর আগে, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেছে আট জেলার পরিবহন শ্রমিকরা।

সড়ক পরিবহন আইন ২০১৮ আনুষ্ঠানিকভাবে ১ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে গত রোববার থেকে প্রয়োগ শুরু হয়েছে। এর প্রতিবাদে উত্তর ও দক্ষিণের জেলাগুলোর মধ্যে খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর ও রাজশাহীতে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।

যদিও নতুন সড়ক পরিবহন আইনের বিরোধিতা করে কেনো ধরণের ধর্মঘটের ডাক না দিতে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি গতকাল আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেসময় তিনি বলেন, “যতোই চাপ থাকুক, সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করা হবে। সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে আইনটি বাস্তবায়নের বিকল্প নেই।”

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago