কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু, এএসআইসহ আহত ৩
কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজীতে পুলিশের মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
গতকাল (১৯ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)-সহ আরও তিনজন আহত হয়েছেন।
কনস্টেবল নুর হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার ওয়াহিদপুর গ্রামের আবদুল হকের ছেলে।
আহতরা হলেন- এএসআই মহসিন মিয়া, কনস্টেবল ইসমাইল হোসেন এবং মাইক্রোবাসের চালক এরশাদ মিয়া।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রাতে থানার একটি টহলদল মহাসড়কের ওই এলাকায় ডিউটিতে ছিলো। সড়কে চট্টগ্রামগামী একটি ট্রাক পুলিশের মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে কনস্টেবলে নুর হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং আরও তিনজন গুরুতর আহত হন।
আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “হাইওয়ে পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে।”
Comments