নিয়ন্ত্রণে এসেছে রাজধানী সুপার মার্কেটের আগুন
ঢাকার টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার দ্য ডেইলি স্টারকে বলেন, বিকেল সোয়া ৫টার দিকে টিন শেড এই মার্কেটটিতে আগুন লাগে।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ব্যবসায়ীরা বলেছেন, আগুনে মার্কেটের ৬০টি দোকান পুড়ে গেছে।
Comments