পেঁয়াজ আনলে কার্গো হ্যান্ডলিং খরচ নেবে না বিমান

biman logo

আকাশপথে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হ্যান্ডলিং চার্জ না নেওয়ার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।

আকাশপথে যেকোনো পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ প্রদান করতে হয়।

আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বলেছে, পেঁয়াজের ক্ষেত্রে জনস্বার্থে এই চার্জ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেছেন, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য জনগণের স্বার্থে যতদিন এভাবে আকাশপথে পেঁয়াজ আমদানি করা হবে ততদিন পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এই চার্জ মওকুফের ব্যবস্থা কার্যকর থাকবে। আকাশপথে পেঁয়াজ আমদানির সাথে সম্পৃক্ত সকল ব্যবসায়ীকে এ ব্যাপারে সর্বতোভাবে সহযোগিতা প্রদান করা হবে।

Comments

The Daily Star  | English

Humanitarian corridor: 'First get guarantee for Rohingya return'

'The interim government has agreed in principle to allow a humanitarian corridor under UN supervision with certain conditions'

11h ago