৮২ টন পেঁয়াজ নিয়ে কার্গো বিমান ঢাকায়

Hazrat Shahjalal International Airport
স্টার ফাইল ছবি

পাকিস্তানের করাচি থেকে পেঁয়াজের চালান ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। আকাশপথে পেঁয়াজ আমদানির প্রথম এই ফ্লাইটটি আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান দ্য ডেইলি স্টারকে বলেন, আজারবাইজানের সিল্কওয়ে এয়ারলাইনসের একটি কার্গো বিমান ৮২টন পেঁয়াজ নিয়ে ঢাকায় পৌঁছেছে।

লাগামহীন পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সব কৌশল ব্যর্থ হওয়ার পর আকাশ পথে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি আমদানি করার উদ্যোগের কথা জানান সরকারপ্রধান।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গতকাল সাংবাদিকদের বলেন, ৫০ হাজার টন পেঁয়াজ দ্রুত আমদানির জন্য সরকার বেশ কিছু এয়ারলাইনসের কার্গো উড়োজাহাজ ভাড়া করেছে। তিনি জানান, মিশর থেকে পেঁয়াজবাহী একটি উড়োজাহাজ আজ বুধবার মধ্যরাতের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

মন্ত্রী আরও বলেন, ভারত ও মিয়ানমারেও পেঁয়াজের দাম বেড়ে গেছে। ফলে মিসর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করবে বাংলাদেশ। এর পরই পাকিস্তান থেকে প্লেনে এল পেঁয়াজের প্রথম চালান।

Comments

The Daily Star  | English

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

1h ago