ভৈরবে মেইল ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ
কিশোরগঞ্জের ভৈরবে জংশন স্টেশনের আউটার সিগন্যালের কাছে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ মেইল ট্রেন লাইনচ্যুত হয়েছে।
এ কারণে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভৈরব, ঢাকাগামী এগারসিন্ধুর ট্রেনটি কুলিয়ারচর, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদীর দৌলতকান্দি, ভৈরবগামী ময়মনসিংহ লোকাল ট্রেনটি কিশোরগঞ্জ রেলস্টেশনে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। খবর পেয়ে আখাউড়া থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
ভৈরব জংশন স্টেশনের মাস্টার এ কে এম কামরুজ্জামান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশনের আউটার সিগন্যালের কাছে ট্রেনের ইঞ্জিনের পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।
উল্লেখ্য, চলতি নভেম্বর মাসে একই স্থানে এ পর্যন্ত তিনবার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটল।
Comments