ধর্মঘটি শ্রমিকদের দ্বারা হেনস্থার ভয়ে ঢাকা ছাড়েনি বেশিরভাগ বাস
ধর্মঘট পালনকারী পরিবহন শ্রমিকদের হাতে হেনস্থার ভয়ে আন্তজেলা রুটের বেশিরভাগ বাস আজ বৃহস্পতিবারও ঢাকা ছেড়ে যায়নি। রাজধানীর মহাখালী টার্মিনালে বাস রেখে অলস সময় কাটছে বাস চালক ও হেলপারদের।
এনা পরিবহনের কর্মী মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, সড়কে অনেক জায়গায় চালকদের বাধার মুখে পড়তে হচ্ছে। অনেক বাস ভাঙচুরও হয়েছে। এ কারণেই চালকরা বাস বের করতে চাইছেন না।
আজ দিনের শেষে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাস সংকটকে কাজে লাগিয়ে টার্মিনালে কাউন্টার থেকে অতিরিক্ত দামে টিকিট বিক্রির অভিযোগও উঠেছে। বিকেলে মহাখালী টার্মিনালে এক যাত্রী দ্য ডেইলি স্টারের প্রতিবেদককে অভিযোগ করে বলেন, টিকিটের নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকা চাওয়া হয়েছে তার কাছে।
বহু মানুষকে এই টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
গাবতলি টার্মিনালের চিত্রও মহাখালীর থেকে ভিন্ন কিছু ছিল না। এখান থেকে সামান্য সংখ্যক বাস ছাড়তে দেখা গেলেও বেশিরভাগ বাসই টার্মিনাল চত্বরের ভেতরে পার্ক করা ছিল। যানবাহন না পেয়ে এখানেও বহু মানুষকে অপেক্ষা করতে দেখা যায়।
গত ১৮ নভেম্বর নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ার পর পরই অঘোষিতভাবে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। গত চার দিন ধরে দেশে নিরবিচ্ছিন্নভাবে কোথাও আন্তঃজেলা বাস চলাচল করছে না। আন্দোলনরত শ্রমিকদের এই একাংশ বলছেন, আইন সংশোধ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। কারণ তাদের অনেকের কাছেই প্রয়োজনীয় কাগজপত্র নেই।
Comments