পচেত্তিনোকে চায় বার্সেলোনাও

বার্সেলোনায় নিজের অবস্থান খুব একটা সুবিধাজনক নয় কোচ এরনেস্তো ভালভার্দে। ছাঁটাই হতে পারেন এমন গুঞ্জন উঠছে হরহামেশাই। সে গুঞ্জন আরও চাউর হয়েছে টটেনহ্যাম হটস্পার্সকে মাউরিজিও পচেত্তিনো ছাঁটাই হওয়ার পর। এদিন ইংলিশ গণমাধ্যম দ্য সানও এমন সংবাদই করেছে। ভালভার্দের জায়গায় কাতালান ক্লাবটি পচেত্তিনোকে কোচ হিসেবে চাইছে বলেই জানিয়েছে তারা।
ছবি: এএফপি

বার্সেলোনায় নিজের অবস্থান খুব একটা সুবিধাজনক নয় কোচ এরনেস্তো ভালভার্দে। ছাঁটাই হতে পারেন এমন গুঞ্জন উঠছে হরহামেশাই। সে গুঞ্জন আরও চাউর হয়েছে টটেনহ্যাম হটস্পার্সকে মাউরিজিও পচেত্তিনো ছাঁটাই হওয়ার পর। এদিন ইংলিশ গণমাধ্যম দ্য সানও এমন সংবাদই করেছে। ভালভার্দের জায়গায় কাতালান ক্লাবটি পচেত্তিনোকে কোচ হিসেবে চাইছে বলেই জানিয়েছে তারা।

গত পাঁচ বছরে টটেনহ্যামকে দারুণ একটি দলে পরিণত করলেও চলতি মৌসুমে শুরুটা ভালো হয়নি। যার জেরে চাকুরীই হারান পচেত্তিনো। তবে তাকে পেতে অনেক আগে থেকেই মুখিয়ে ছিল রিয়াল মাদ্রিদসহ বেশ কিছু ইউরোপিয়ান জায়ান্ট দল। চলতি মৌসুমে বার্সেলোনার অবস্থানও খুব একটা ভালো নয়। শীর্ষে থাকলেও অ্যাওয়ে ম্যাচে বারবারই তাদের দুর্বলতা ধরা পড়ছে। তাই তার প্রতি অসন্তুষ্ট বেশ কিছু বার্সা কর্মকর্তা। আর পচেত্তিনো ফ্রি হয়ে যাওয়ায় তাকে প্রতি আগ্রহী দলটি।

গুঞ্জন যতই থাকুক বার্সেলোনায় না যাওয়ার সম্ভাবনাই বেশি পচেত্তিনোর। কারণ বছর দুই আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'একটা সহজ জিনিস বুঝতে হবে। বার্সেলোনায় আমার অনেক বন্ধু রয়েছে যারা ব্লাগ্রানার, যাদের আমি অনেক শ্রদ্ধাও করি। কিন্তু আমার ও বার্সেলোনার পথ সম্পূর্ণ ভিন্ন। উল্টো পথ। সেখানে কোচিং করা আমার জন্য প্রায় অসম্ভব।'

 তবে পচেত্তিনোকে পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। বেশ কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী, তাদের সঙ্গে কথা বার্তাও অনেক এগিয়েছে। তবে এখনই জার্মানিতে যাচ্ছেন না পচেত্তিনো। কিছু দিন বিশ্রাম নিয়ে আগামী মৌসুম থেকে কাজ শুরু করতে পারেন তিনি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এ আর্জেন্টাইন কোচের গন্তব্য কোথায় হয়।

Comments