ঘাস থাকলেই খেলা তিন দিনে শেষ হবে এমন না: মুমিনুল

ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে ঘাসের ছোঁয়া থাকা উইকেটে তিন দিনেই দুবার অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই দুঃসহ স্মৃতি তরতাজা থাকতে থাকতেই কলকাতা টেস্টে নামতে যাচ্ছে মুমিনুল হকের দল। ইডেন গার্ডেন্সের উইকেটেও রাখা হয়েছে ঘাস। ফলে আগের ম্যাচের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার শঙ্কা থাকছেই। তবে বাংলাদেশের অধিনায়কের ভাষ্য, উইকেটে ঘাস থাকার অর্থ এই নয় যে খেলা আগে-ভাগে শেষ হয়ে যাবে।
mominul haq
ছবি: বিসিবি

ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে ঘাসের ছোঁয়া থাকা উইকেটে তিন দিনেই দুবার অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই দুঃসহ স্মৃতি তরতাজা থাকতে থাকতেই কলকাতা টেস্টে নামতে যাচ্ছে মুমিনুল হকের দল। ইডেন গার্ডেন্সের উইকেটেও রাখা হয়েছে ঘাস। ফলে আগের ম্যাচের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার শঙ্কা থাকছেই। তবে বাংলাদেশের অধিনায়কের ভাষ্য, উইকেটে ঘাস থাকার অর্থ এই নয় যে খেলা আগে-ভাগে শেষ হয়ে যাবে।

শুক্রবার (২২ নভেম্বর) মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। খেলা হবে গোলাপি বলে। ভারতীয় উপমহাদেশের মাটিতে এটিই প্রথম দিবা-রাত্রির টেস্টে। বাংলাদেশ-ভারত দুদলই প্রথমবারের মতো সাদা পোশাকে ফ্লাডলাইটের আলোর নিচে গোলাপি বলে খেলার স্বাদ নিতে যাচ্ছে।

পরিসংখ্যান বলছে, বাংলাদেশের খেলা ১১৬ টেস্ট ম্যাচের প্রায় এক-চতুর্থাংশ (২৮টি) শেষ হয়েছে তৃতীয় দিনে! এর মধ্যে সবশেষ ইন্দোর টেস্টসহ ২৪টিতেই হার দেখেছে টাইগাররা। মাত্র ৪টি ফল আনতে পেরেছে নিজেদের দিকে। তাই চাইলেই সংশয়ের কালো মেঘকে উড়িয়ে দেওয়া যায় না। তবে মুমিনুল প্রত্যাশা রাখছেন ব্যাটিংয়ে ভালো করার এবং আগের টেস্টের ফল মাথা থেকে ঝেড়ে ফেলে সামনের ম্যাচে আরও বেশি মনোযোগী হওয়ার।

ঘাস থাকলেও ইডেনের কিউরেটর সুজন মুখার্জি ইঙ্গিত দিয়েছেন, উইকেট স্পোর্টিং হবে, ব্যাটসম্যান-বোলার সবাই সুবিধা পাবে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মুমিনুলও তার কথার সূত্র ধরে এগিয়েছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি তো কোনো সময় বলতে পারি না যে খেলা তিন দিনে শেষ হবে। উইকেটে ঘাস থাকলেই যে খেলা তিন দিনে শেষ হবে, এমন কোনো কথা নেই। হয়তো ঘাস থাকার পরও হার্ড (শক্ত) উইকেটের জন্য বল ভালোভাবে ব্যাটে আসতে পারে। কিউরেটর স্পোর্টিং উইকেটের কথা বলেছেন, আমার মনে হয়, স্পোর্টিং উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো।’

ইন্দোর টেস্টের ভুল-ত্রুটি থেকে পাওয়া শিক্ষা কলকাতায় গোলাপি বলের টেস্টে কাজে লাগাতে চান এই বাঁহাতি ব্যাটসম্যান, ‘আপনি যখন একটা ম্যাচ খেলতে নামবেন, তখন আগের ম্যাচ জিতেছেন না হেরেছেন, সেটা নিয়ে চিন্তা করতে পারবেন না। খারাপ-ভালো যেটাই হোক, সেখান থেকে শিক্ষা নিয়ে আপনি পরের ম্যাচের দিকে মনোযোগ দিতে পারবেন। আগের ম্যাচে আমরা যেসব ভুল করেছি, সেখান থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে কাজে লাগাব, এটাই আমি আশা করি।’

Comments

The Daily Star  | English
power outage in rural areas

Power outages on the rise again

Power cuts are getting more frequent as power generation has failed to keep up with the high demand caused by the rising mercury.

9h ago