আবরার হত্যাকাণ্ড

বুয়েটের ২৬ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার

Abrar Fahad
নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আবরার ফাহাদ হত্যায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৬ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ (২২ নভেম্বর) ভোররাতে বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।

স্থায়ীভাবে বহিষ্কৃতরা হলেন- মেহেদী হাসান রবিন, অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মনিরুজ্জামান মনির, মো. মেফতাহুল ইসলাম জিয়ন, মো. মুজাহিদুর রহমান, মেহেদী হাসান রাসেল, এহতেশামুল রাব্বী তানিম, খন্দকার তাবখখারুল ইসলাম তানভীর, মুনতাসির আল জেমি, এএসএম নাজমুস সাদাত, মো. শামীম বিল্লাহ, মোর্শেদ অমর্ত্য ইসলাম, হোসাইন মোহাম্মদ তোহা, মুজতবা রাফিদ, মিজানুর রহমান, আশিকুল ইসলাম, এসএম মাহমুদ, ইশতিয়াক আহমেদ মুন্না, অমিত সাহা, মো. মাজেদুর রহমান, মো. শামসুল আরেফিন, মোয়াজ আবু হোরাইরা, মো. আকাশ হোসেন, মো. মোর্শেদ-উজ-জামান মণ্ডল ও মুহতাসিম ফুয়াদ।

বহিষ্কৃত ২৬ শিক্ষার্থীর মধ্যে ২৫ জনের বিরুদ্ধে পুলিশ ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবরার হত্যার তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ দিয়েছে বুয়েটের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে আরও ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর বুয়েটের ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যায় বুয়েট শাখার ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর জড়িত থাকার অভিযোগ উঠে।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago