দিবা-রাত্রির টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুটি বদল
কলকাতার ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে টস ভাগ্য সুপ্রসন্ন হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হকের। তিনি বেছে নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
শুক্রবার (২২ নভেম্বর) গোলাপি বলে প্রথমবারের মতো সাদা পোশাকে খেলার স্বাদ নিতে যাচ্ছে বাংলাদেশ-ভারত দুদলই। ইডেনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।
ভারতের মাটিতে উপমহাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্টের টস হয়েছে বিশেষভাবে তৈরি মুদ্রা দিয়ে। সাধারণ মুদ্রার বেশ বড় আকারের রূপার মুদ্রা দিয়ে করা টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন মুমিনুল। ভারত দলনেতা বিরাট কোহলি বলেছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিংই করতেন।
বাংলাদেশ দলের একাদশে আনা হয়েছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন দুই ফিঙ্গার স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তাদের পরিবর্তে ঢুকেছেন অফ স্পিনার নাঈম হাসান ও পেসার আল-আমিন হোসেন। জল্পনা-কল্পনা থাকলেও জায়গা পাননি মোস্তাফিজুর রহমান। অর্থাৎ সাত ব্যাটসম্যানের সঙ্গে তিন পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
ভারত তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে কোহলির নেতৃত্বে দুর্দান্ত খেলা দলটির ওপর পূর্ণ আস্থা রেখেছে তারা।
বাংলাদেশের একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাঈম হাসান, ইবাদত হোসেন, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি।
ভারতের একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা।
Comments