শঙ্কামুক্ত লিটন-নাঈম, তবে রাখা হয়েছে পর্যবেক্ষণে

Liton Das
ফাইল ছবি: বিসিবি

মোহাম্মদ শামির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়া লিটন দাস ও নাঈম হাসান বর্তমানে শঙ্কামুক্ত আছেন। তবে চিকিৎসক জানিয়েছেন, সতর্কতামূলকভাবে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাদেশের ব্যাটিংয়ের ২১তম ওভারে শামির বাউন্সারে আঘাত পান লিটন। মাঠে প্রাথমিক চিকিৎসার পর সেরে উঠে ব্যাট করেও যাচ্ছিলেন তিনি। কিন্তু প্রথম সেশনের ঠিক আগে অস্বস্তি বোধ করায় তাকে তুলে নেওয়া হয়। ফিজিও জুলিয়ান ক্যালিফাতোর পরামর্শে ঝুঁকি নিয়ে আর নামানো হয়নি তাকে। পরে কনকাশন বদলি নামানো হয় মেহেদী হাসান মিরাজকে।

একই বোলারের বাউন্সারে আঘাত পান নাঈম হাসানও। তিনিও মাঠে চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে গিয়েছিলেন। ১৯ রান করে আউট হয়ে ফেরার পরও ম্যাচে ছিলেন। তবে বাংলাদেশের ফিল্ডিংয়ে নামার সময় আর দেখা যায়নি তাকে। পরে জানানো হয় তার বদলে কনকাশন বদলি নেওয়া হয়েছে তাইজুল ইসলামকে।

আঘারপ্রাপ্ত দুজনকে নিয়ে যাওয়া হয় উডল্যান্ড হাসপাতালে। সেখানে লিটনের মাথায় করা হয় সিটি স্ক্যান। নাঈমের করা হয় এমআরআই। দুটি রিপোর্টই ভালো এসেছে বলে জানান ওই হাসপাতালের চিকিৎসক সপ্তর্ষি বসু,  ‘নাঈম হাসানের এমআরআই টেস্ট করানো হয়েছে এবং লিটন দাসের সিটি স্ক্যান করানো হয়েছে। এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপরও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এর মধ্যে কোনো সমস্যা পাওয়া গেলে তারা আবার হাসপাতালের সাথে যোগাযোগ করবে।’

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

42m ago