টস জিতে কেন ব্যাটিং নিলেন, ব্যাখ্যা বাংলাদেশ কোচের

Russell Domingo
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

গোলাপি বলে দিবা-রাত্রির ম্যাচ। আগে গোলাপি বলে কোনো প্রস্তুতি ম্যাচও না খেলা বাংলাদেশ টস জিতে সোজা দাঁড়িয়ে যায় ভারতের পেস আক্রমণের সামনে। ফলাফল ১০৬ রানে অলআউট হয়ে প্রথম দিনেই ম্যাচ থেকে ছিটকে যাওয়া। প্রথম টেস্টের মতো আবার টস জিতে বাংলাদেশের ব্যাটিং নেওয়া পড়েছে প্রশ্নের মুখে। তবে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো নিজেদের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে ব্যাখ্যা দিয়ে বলেছেন কেন নেওয়া হয়েছিল এমন সিদ্ধান্ত।

কলকাতার ইডেন গার্ডেন্সে উপমহাদেশের প্রথম গোলাপি বলের টেস্টে ছিল বিপুল উৎসবের আয়োজন। তাতে বাংলাদেশ দল ছিল বিবর্ণ। শুক্রবার (২২ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে গিয়ে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। খেলতে পারে মাত্র ৩০.৩ ওভার, কনকাশন বদলিসহ ১২ খেলোয়াড় মিলে ব্যাট করতে পেরেছেন মাত্র ১৭৪ মিনিট।

পরে ব্যাট করতে গিয়ে দিন শেষে ৩ উইকেটে ১৭৪ রান তুলে ভারত এগিয়ে গেছে ৬৮ রানে। এরপর কথা বলতে এসে বাংলাদেশের কোচ জানান, দুপুরের রোদ আর উইকেটের ধরন দেখে ব্যাটিং নিয়ে ফেলেছিলেন তারা, ‘আমরা যখন ব্যাটিং শুরু করেছিলাম, তখন ঝলমলে রোদ, উইকেট ভালো ছিল। প্রথম পাঁচ-ছয় ওভারে মনে হচ্ছিল, উইকেট বেশ ফ্লাট। তখন মনে হচ্ছিল, ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা সঠিক। যখন আমরা কিছু উইকেট হারালাম, তখন মনে হয়েছে, এটা বাজে সিদ্ধান্ত ছিল। এটাই খেলার ধরন। টপ অর্ডারে আত্মবিশ্বাসের অভাবে ভুগছি।’

বাংলাদেশ ব্যাটিং না নিলে কি হতে পারত, সেই ব্যাখ্যা দিয়েও কোচ বোঝান, বোলিং কেন নিতে চাননি তারা, ‘অবশ্যই, জঘন্য দিন গিয়েছে আমাদের জন্য। টসের ব্যাপারে বলব, আমি মনে করি, বাংলাদেশের এখানে ভারতকে বড় রান করতে দিতে আসেনি। আমি জানি, অনেকে (এখানকার) আশা করছিল, বাংলাদেশ বোলিং নিবে আর ভারত ৪০০-৪৫০ রান করে ফেলবে। কিন্তু সেজন্য আমরা এখানে আসিনি। আমি মনে করি, ভারতে টেস্ট ম্যাচ খেলার সেরা উপায় হলো আগে ব্যাটিং নেওয়া। উপমহাদেশে নিরানব্বই ভাগ সময় আপনাকে ব্যাটিং নিতে হবে, ভালো উইকেটে। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আমাদের কোনো অনুতাপ নেই।’

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

7h ago