হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতেও নতুন করে মঞ্চায়ন হয়েছে পুরনো নাটকের। একের পর উইকেট হারিয়ে টালমাটাল হয়ে পড়া। প্রথম ইনিংসে ৪ উইকেটের পতন হয়েছিল ২৬ রানে, এবারে তার অর্ধেক রান স্কোরবোর্ডে যোগ করতেই সমান সংখ্যক ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। ভারতীয় পেসারদের তোপে দিশেহারা বাংলাদেশের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়ে গেছেন মাহমুদউল্লাহ।
এই প্রতিবেদন লেখার সময়, শনিবার (২৩ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২২ ওভারে ৪ উইকেটে ১০৩ রান। উইকেটে আছেন মুশফিক ৩২ ও মেহেদী হাসান মিরাজ ৪ রানে। দলীয় ৮২ রানে খুঁড়িয়ে খুঁড়িয়ে সাজঘরে ফেরেন দারুণ ব্যাট করতে থাকা মাহমুদউল্লাহ। আহত অবসরে যাওয়ার সময় তার সংগ্রহ ছিল ৪১ বলে ৩৯ রান।
মুশফিক-মাহমুদউল্লাহর অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে আসে ৬৯ রান। চলতি টেস্টে এটিই বাংলাদেশের প্রথম পঞ্চাশোর্ধ্ব রানের জুটি। প্রথম ইনিংসে সর্বোচ্চ জুটি ছিল মোটে ২২ রানের। ইনিংসের সপ্তম ওভারে ৪ উইকেটের পতন হওয়ার পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেশ আগ্রাসী ব্যাটিং করেন মাহমুদউল্লাহ। মুশফিকও খেলছেন হাত খুলে। তাদের জুটির ফিফটি পূর্ণ হয় মাত্র ৪৭ বলে।
দুই ভারতীয় পেসার ইশান্ত শর্মা ও উমেশ যাদবের স্যুয়িং ও মুভমেন্টের জবাব না জানা বাংলাদেশের বিপর্যয়ের শুরু হয় প্রথম ওভারেই। ইশান্তের বলে এলবিডব্লিউ হয় যান সাদমান ইসলাম। ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। এক ওভার পর বিদায় নেন দলনেতা মুমিনুল হকও। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শূন্য হাতে আউট হন তিনি। ইশান্তের বলে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দেন এই বাঁহাতি।
২ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে তৃতীয় ধাক্কা দেন উমেশ। পঞ্চম ওভারে আলগা শট খেলে আবার ব্যর্থতার পরিচয় দেন মোহাম্মদ মিঠুন। ১২ বলে ৬ রান আসে তার ব্যাট থেকে। পরের ওভারে ইমরুল কায়েসকেও ফিরিয়ে দেন গতি আর স্যুয়িংয়ে ঝড় তোলা ইশান্ত। ১৫ বলে ৫ রান করা এই বাঁহাতি খোঁচা মেরে ক্যাচ দেন স্লিপে দাঁড়ানো ভারত অধিনায়ক বিরাট কোহলির হাতে।
এর আগে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৭ রান তুলে ২৪১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। ইনিংস হার এড়ানোর পাশাপাশি বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জ টেস্ট ম্যাচকে তৃতীয় দিনে টেনে নিয়ে যাওয়ার।
Comments