‘আবরার আমরা আছি জেগে’
মত প্রকাশের পরিণতিতে ‘শিবির’ আখ্যা দিয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছিলো গত মাসের শুরুতে। হত্যা করেছিলো তারই সহপাঠী ‘ছাত্রলীগ’ নেতা-কর্মীরা। ২৬ জনকে আসামি করে ইতোমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বুয়েট থেকেও তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষার্থীদের কিছু দাবি এখনো রয়ে গেছে অপূর্ণ। বুয়েট প্রশাসনের আশ্বাসে আস্থা রাখতে পারছেন না তারা। আর যেনো কাউকে জীবন দিতে না হয় এবং আবরার হত্যার বিচারের দাবিতে সরব রয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। সভা-সমাবেশের মধ্য দিয়ে প্রতিবাদ অব্যাহত রেখেছেন বুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
ছবিতে ‘আবরার আমরা আছি জেগে’ ব্যানারে স্বাক্ষর করছেন এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা গতকাল (২৩ নভেম্বর) ক্যাম্পাসে এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন। সেসময় তারা শিক্ষার্থীদের শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।
পাশাপাশি, শিক্ষার্থীরা কেনো ‘নৃশংস হত্যাকারী’ হয়ে উঠছে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বানও জানান সাবেক শিক্ষার্থীরা।
Comments