খিলক্ষেতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক চোরাকারবারি’ নিহত
রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন।
র্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অন্তত ১২টি মামলা রয়েছে।
তিনি জানান, মিন্টুর বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। ২০১০ সালে তিনি ঢাকায় এসে বসবাস শুরু করেন।
গতরাত সোয়া একটার দিকে খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায় একদল মাদক চোরাকারবারির সঙ্গে ওই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।
এসময় র্যাবের একজন সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বিপুলসংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
Comments