সিটিতে গার্দিওলার ভবিষ্যৎ নিশ্চিত হলেই নতুন চুক্তি করবেন স্টার্লিং

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে সমান তালে টক্কর দেওয়ার মতো খেলোয়াড় বর্তমানে ম্যানচেস্টার সিটির রহিম স্টার্লিংকেই মানা হয়। সেই খেলোয়াড়কে নিশ্চয়ই ছেড়ে দিতে চাইবেনা ইংলিশ ক্লাবটি। চুক্তি নবায়ন করতে মুখিয়ে আছে তারা। কিন্তু এ নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা। কোচ পেপ গার্দিওলার ভবিষ্যৎ ঠিক না হওয়া পর্যন্ত নতুন চুক্তি করতে অস্বীকার করেছেন জামাইকান বংশোদ্ভূত এ ইংলিশ ফরোয়ার্ড। এমন সংবাদই প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান।
ছবি: এএফপি

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে সমান তালে টক্কর দেওয়ার মতো খেলোয়াড় বর্তমানে ম্যানচেস্টার সিটির রহিম স্টার্লিংকেই মানা হয়। সেই খেলোয়াড়কে নিশ্চয়ই ছেড়ে দিতে চাইবেনা ইংলিশ ক্লাবটি। চুক্তি নবায়ন করতে মুখিয়ে আছে তারা। কিন্তু এ নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা। কোচ পেপ গার্দিওলার ভবিষ্যৎ ঠিক না হওয়া পর্যন্ত নতুন চুক্তি করতে অস্বীকার করেছেন জামাইকান বংশোদ্ভূত এ ইংলিশ ফরোয়ার্ড। এমন সংবাদই প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান।

ম্যানসিটির সঙ্গে অবশ্য এখনও তিন বছরের চুক্তি রয়েছে স্টার্লিংয়ের। মাত্র ১২ মাস আগেই ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেছে ক্লাবটি। কিন্তু বর্তমান দুর্দান্ত ফুটবল খেলা এ তারকার চুক্তি নবায়ন করতে চায় তারা। নতুন চুক্তিতে সপ্তাহে সাড়ে চার লাখ পাউন্ডের বেশি বেতন দেওয়া হবে তাকে। কিন্তু তাতে সরাসরি না করে দিয়েছেন তিনি। আপাতত গার্দিওলা কি সিদ্ধান্ত নেন সেটা দেখার অপেক্ষায় আছেন এ ইংলিশ তারকা। ওইদিকে রিয়াল মাদ্রিদসহ বেশ কিছু নামীদামী ক্লাব স্টার্লিংকে পেতে মুখিয়ে রয়েছে।

মূলত গার্দিওলার অধীনেই অবিশ্বাস্য পরিবর্তন এসেছে স্টার্লিংয়ের খেলায়। ২০১৬ সালে যখন লিভারপুল ছেড়ে সিটিতে যোগ দেন, তখন সাদামাটা একজন খেলোয়াড়ই ছিলেন স্টার্লিং। কিন্তু এ কাতালান কোচের ছোঁয়ায় গত কয়েক বছরের অন্যতম সেরা হিসেবে নিজেকে গড়েছেন। কয়েক মাস আগেই ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটে ২০১৯ সালে সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন স্টার্লিং। চলতি মৌসুমে তো দুর্দান্ত ছন্দে রয়েছেন।

ইতিহাদে ২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি রয়েছে গার্দিওলার। তবে সাম্প্রতিক সময়ে সিটির সংগ্রামে গুঞ্জন উঠেছে চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়তে পারেন এ কাতালান। কোচ। ফিরতে পারেন সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখে। এছাড়া ক্যারিয়ারে কখনোই এক ক্লাবে চার মৌসুমের বেশি থাকতে দেখা যায়নি বার্সেলোনার সাবেক এ কোচকে। সিটিতে তার চতুর্থ মৌসুম চলছে। এছাড়া তার স্ত্রী ক্রিস্তিনাও ইংল্যান্ডের চেয়ে সাম্প্রতিক সময়ে স্পেনে বেশি সময় দিচ্ছেন। সেটা গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে। ধারণা করা হচ্ছে আগামী মৌসুমে ক্লাব ছাড়বেন বলেই আগেভাগেই স্পেনে ঘর গোছাচ্ছেন তারা।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

23m ago