চট্টগ্রামের সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সিভিল সার্জনসহ মোট সাত জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে সিভিল সার্জন ছাড়াও আরও তিন জন চিকিৎসক রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে যন্ত্রপাতি কেনার নামে ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন তারা।
দুদকের উপ-পরিচালক লুৎফর কবির চন্দন বলেন, সহকারী পরিচালক সিরাজুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি করেছেন।
দুদক সূত্র জানায়, অভিযুক্তদের মধ্যে রয়েছেন--সাবেক সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী, আব্দুর রব, মইন উদ্দিন মজুমদার, বিজন কুমার নাথ ও মেশিন সরবরাহকারী মো. জাহের উদ্দিন, মো. মুন্সি ফারুক হোসেন ও আফতাব আহমেদ।
লুৎফর কবির দ্য ডেইলি স্টারকে বলেন, বাজার দরের চেয়ে যন্ত্রপাতির বেশি দাম দেখিয়ে একে অপরের সঙ্গে যোগসাজশের মাধ্যমে এই সাতজন ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে তারা এই দুর্নীতি করেছে।
Comments