কলকাতা টেস্টের শেষ দুদিনের টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা
ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্টের চতুর্থ দিনের টিকেটও সব আগেই বিক্রি হয়ে গিয়েছিল। যারা কিনেছিলেন, প্রথম দিনের পরই তারা পড়েছিলেন শঙ্কায়। তৃতীয় দিন প্রথম ঘণ্টায় খেলা শেষ হতে যেন তাদের মাথায় বাড়ি! তবে দর্শকদের এই কষ্ট বুঝেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। খেলা না হওয়া বাকি দুদিনের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে তারা।
ইডেনে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট আয়োজনের সব দায়িত্ব ছিল সিএবির। একটি অনলাইন প্লাটফর্মের মাধ্যমেই মূলত বিক্রি হয় বেশিরভাগ টিকেট। বিক্রি হয় ইডেনের কাউন্টার থেকেও। অনলাইন মাধ্যমে বিক্রি হওয়া টিকেটের টাকা দিতে এর মধ্যেই প্রক্রিয়া শুরু করেছে সিএবি।
ক্রেতাদের কাছে দেওয়া হচ্ছে বার্তা। সপ্তাহখানেকের মধ্যেই নিজ নিজ অ্যাকাউন্টে টাকা বুঝে পাবেন ক্রেতারা। এছাড়া সরাসরি যারা টিকেট কিনেছিলেন, তাদেরও বিফল হওয়ার কিছু নেই। সিএবি ভাবছে কীভাবে তাদের টাকাও ফেরত দেওয়া যায়।
গোলাপি বলের টেস্ট ঘিরে কলকাতায় ছিল বিপুল আয়োজন, দর্শকদের মাঝে ছিল তুমুল উন্মাদনা। কিন্তু সব কিছুই মাটি হয়ে যায় বাংলাদেশের বাজে পারফরম্যান্সে। মুমিনুল হকরা দুদিন কোনোমতে টিকে গেলেও তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই ইনিংস ব্যবধানে হেরে বসেন। এতে ভারতের সমর্থকরাও হয়েছেন হতাশ। একপেশে লড়াই আসলে কার-ই বা ভালো লাগে!
Comments