স্মিথের সঙ্গে ব্যবধান তিনে নামিয়ে আনলেন কোহলি
ইন্দোর টেস্টের ব্যর্থতা পেছনে ফেলে কলকাতায় দারুণ এক সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি। একই সময়ে ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে রানের দেখা পাননি স্টিভেন স্মিথ। তাতে দুইয়ে দুইয়ে মিলেছে চার। অজি তারকা স্মিথ টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকলেও তার সঙ্গে ব্যবধান কমিয়ে ২৫ থেকে মাত্র তিনে নামিয়ে এনেছেন ভারতীয় অধিনায়ক কোহলি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৯২৮। কলকাতায় দিবা-রাত্রির টেস্টে দলের একমাত্র ইনিংসে ১৩৬ রান করেন তিনি। সাদা পোশাকে এটি তার ২৭তম সেঞ্চুরি। অন্যদিকে, পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারানোর ম্যাচে এক ইনিংস খেলে স্মিথের ব্যাট থেকে আসে মোটে ৪ রান। তার রেটিং পয়েন্ট বর্তমানে ৯৩১।
ব্রিসবেনে ক্যারিয়ার সেরা ১৮৫ রানের ইনিংস খেলেন অজি ব্যাটার মারনাস লাবুশেন। ফলে ২১ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৪তম স্থানে। ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ইনিংস জয়ে ক্যারিয়ার সেরা স্কোর করেন বিজে ওয়াটলিং। কিউইদের প্রথম উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সাদা পোশাকে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়েন তিনি। ২০৫ রানের ইনিংস খেলার সুবাদে ১২ ধাপ এগিয়ে ১২তম স্থানে আছেন তিনি। দুজনই ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান অর্জন করেছেন।
প্রথমবারের মতো ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন বেন স্টোকস। এই ইংলিশ অলরাউন্ডার তিন ধাপ এগিয়ে আছেন নয় নম্বরে। তার পরেই আছেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। এক ধাপ এগিয়ে তিনিও প্রথমবার সেরা দশে স্থান পেয়েছেন।
কলকাতা টেস্টে বাংলাদেশের ভরাডুবি হলেও দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করেন মুশফিকুর রহিম। চার ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ২৬তম স্থানে। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই ছিলেন বিবর্ণ। ফলে ২০১৪ সালের অগাস্টের পর প্রথমবারের মতো তিনি সেরা দশের বাইরে চলে গেছেন। চার ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন ১১ নম্বরে।
ইংলিশদের বিপক্ষে ম্যাচে ৮ উইকেট নেন পেসার নেইল ওয়াগনার। ফলে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৮১৬। রিচার্ড হ্যাডলি (৯০৯) ও ট্রেন্ট বোল্টের (৮২৫) পর এটাই কোনো কিউই বোলারের সেরা রেটিং।
ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন ভারতের দুই পেসার ইশান্ত শর্মা ও উমেশ যাদব। ইশান্তের বর্তমান পয়েন্ট ৭১৬। তিনি আছেন ১৭ নম্বরে। উমেশ ৬৭২ পয়েন্ট নিয়ে ২১তম স্থান দখল করেছেন। বোলার র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন অজি পেসার প্যাট কামিন্স। তার রেটিং পয়েন্ট ৯০৭।
Comments