জঙ্গির মাথার টুপির বিষয়টি সরকার তদন্ত করবে: আইনমন্ত্রী
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি আদালতকক্ষে কীভাবে ইসলামিক স্টেট (আইএস) এর লোগোসম্বলিত টুপি নিয়ে গেল সরকার তা তদন্ত করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইন মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন আইনমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের জন্য মামলার পেপারবুক দ্রুত তৈরির জন্য সরকার ব্যবস্থা নেবে। নুসরাত জাহান রাফি হত্যাসহ আলোচিত মামলাগুলোর বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্নের জন্য ব্যবস্থা নিয়েছে সরকার।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও নুসরাত হত্যা মমলার পেপারবুক এ বছরের ৩১ ডিসেম্বর ও ৩১ জানুয়ারির মধ্যে তৈরি হয়ে যাবে যাতে হাইকোর্ট দ্রুত এর শুনানি করতে পারে।
Comments