চীনের ‘বিদ্যুৎ ফাঁদে’ ফিলিপাইন
বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগে রয়েছে ফিলিপাইন। দেশটির আইন প্রণেতারা মনে করছেন, বৈরী সম্পর্কের সৃষ্টি হলে বেইজিংয়ের ইশারায় যে কোনো সময় ফিলিপাইনের বিদ্যুৎ ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে।
ফিলিপাইন সরকারের একটি সংস্থা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ফিলিপাইনের বিদ্যুৎ ব্যবস্থার ওপর চীনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং মূল জায়গাগুলোতে শুধুমাত্র চীনের প্রকৌশলীদের প্রবেশের অনুমতি রয়েছে।
এই প্রতিবেদন হাতে পাওয়ার পরে দেশটির আইন প্রণেতারা জরুরি ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করার জন্য আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানাচ্ছে।
ফিলিপাইনের ন্যাশনাল গ্রিড করপোরেশনে (এনজিসিপি) চীনের স্টেট গ্রিড করপোরেশনের ৪০ ভাগ অংশীদারিত্বও রয়েছে। ২০০৯ সাল থেকে দেশটির বিদ্যুৎ খাত চীন একাধিক বেসরকারি সংস্থার সহায়তায় পরিচালনা করছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, “চীন সরকারের সঙ্গে এই চুক্তি আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে।”
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ফিলিপাইনের জাতীয় গ্রিড করপোরেশন পরিচালিত প্রকল্পে স্থানীয় সংস্থাগুলোকে অংশীদার হিসেবে নিয়ে চীনের স্টেট গ্রিড করপোরেশন কাজ করছে।”
বেইজিং আরও বলেছে, “ফিলিপাইন চীনের প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ অংশীদার। আইন মেনেই আমরা চীনের কোম্পানিগুলোকে ফিলিপাইনে কাজ করার সুযোগ করে দিচ্ছি। আমরা প্রত্যাশা করব, এই দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি ফিলিপাইন উদার মানসিকতার সঙ্গে গ্রহণ করবে। এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।”
Comments