লাথামের সেঞ্চুরির পর বৃষ্টির বাগড়া
শুরুতে ২ উইকেট হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ডকে পথ দেখালেন টম লাথাম। এই ওপেনার তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। তাতে চাপ কাটিয়ে উঠল কিউইরা। তবে তৃতীয় সেশনে মাত্র তিন বল গড়ানোর পরই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা।
শুক্রবার (২৯ নভেম্বর) হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ১৭৩ রান তুলেছে স্বাগতিক নিউজিল্যান্ড। উইকেটে আছেন লাথাম ১০১ ও হেনরি নিকোলস ৫ রানে।
এ ম্যাচে দুদলের একজন করে খেলোয়াড়ের টেস্ট অভিষেক হয়েছে। কলিন ডি গ্র্যান্ডহোমের জায়গায় নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ড্যারিল মিচেল। জস বাটলারের জায়গায় ইংল্যান্ডের হয়ে খেলতে নেমেছেন টপ অর্ডার ব্যাটসম্যান জ্যাক ক্রলি।
টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড দলীয় ৩৯ রানের মধ্যে হারায় ওপেনার জিত রাভাল ও অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট। রাভাল ৫ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে ক্যাচ দেন ইংলিশ দলনেতা জো রুটের হাতে। ৪ রান করা উইলিয়ামসনের উইকেটটি নেন ক্রিস ওকস। তার ক্যাচটিও নেন রুট।
এরপর ১১৬ রানের দারুণ জুটিতে দলকে এগিয়ে নেন লাথাম ও রস টেইলর। দ্বিতীয় সেশনের শেষ দিকে ভাঙে তাদের বন্ধন। হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পরপরই ওকসের দ্বিতীয় শিকারে পরিণত হন অভিজ্ঞ টেইলর। তিনি করেন ১০০ বলে ৫৩ রান। তার ক্যাচটিও লুফে নেন রুট।
চা বিরতির আগে সেঞ্চুরি পূর্ণ করেন লাথাম। মুখোমুখি হওয়া ১৫৯ বলে। ১৫ চারের সাহায্যে তিন অঙ্কে পৌঁছান এই বাঁহাতি। বিরতির পর খেলা শুরু হলেও বাধা দেয় বৃষ্টি। তাতে তৃতীয় সেশনের পুরোটা ভেসে যায়।
সংক্ষিপ্ত স্কোর:
(প্রথম দিন শেষে)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৫৪.৩ ওভারে ১৭৩/৩ (রাভাল ৫, লাথাম ১০১*, উইলিয়ামসন ৪, টেইলর ৫৩, নিকোলস ৫*; ব্রড ১/৩৩, আর্চার ০/৩১, ওকস ২/৪১, কারান ০/৩৮, রুট ০/১১, স্টোকস ০/১৪)।
Comments