খেলা

ওয়ার্নার-লাবুশেনের রেকর্ড জুটিতে শুরুতেই চাপে পাকিস্তান

ডেভিড ওয়ার্নার ও মারনাস ল্যাবুশেন গড়লেন রেকর্ড এক জুটি। দুই ব্যাটসম্যানই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ফলে প্রথম দিনেই বড় চাপে পড়েছে পাকিস্তান। অ্যাডিলেড টেস্টে প্রথম দিনে ১ উইকেটে ৩০২ রান তুলেছে অস্ট্রেলিয়া।
ছবি: এএফপি

ডেভিড ওয়ার্নার ও মারনাস ল্যাবুশেন গড়লেন রেকর্ড এক জুটি। দুই ব্যাটসম্যানই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ফলে প্রথম দিনেই বড় চাপে পড়েছে পাকিস্তান। অ্যাডিলেড টেস্টে প্রথম দিনে ১ উইকেটে ৩০২ রান তুলেছে অস্ট্রেলিয়া।

অথচ দিনের শুরুতে ছিল ঝিরিঝিরি বৃষ্টি। সেখানে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল অস্ট্রেলিয়া। দলীয় ৮ রানে ওপেনার জো বার্নস আউট হলে তখন আলোচনা চলছিল সিদ্ধান্তটা ভুল হলো না তো অসিদের? কিন্তু এরপর ল্যাবুশেনকে নিয়ে ঘুরে দাঁড়ান আরেক ওপেনার ওয়ার্নার।

দুজনই করলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে গ্যাবায় প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন এ দুই ব্যাটসম্যান। সঙ্গে গড়েন ২৯৪ রানের অবিছিন্ন এক জুটি। দিবা রাত্রির টেস্ট ইতিহাসে এটাই সর্বোচ্চ জুটি। ২০১৭ সালে বার্মিংহামে অ্যালেস্টার কুক ও জো রুটের ২৪৮ রানের জুটিকে ছাড়িয়ে যান তারা।

দলের হয়ে সর্বোচ্চ ১৬৬ রান করে অপরাজিত রয়েছেন ওয়ার্নার। ২২৮ বলে ১৯টি চারের সাহায্যে এ রান করেছেন। ১২৬ রান করে অপরাজিত আছেন ল্যাবুশেনও। ২০৫ বলে ১৭টি চারের সাহায্যে এসেছে এ রান। 

এদিন পাকিস্তান দলের বোলাররা প্রায় সবাই ছিলেন খরুচে। তবে মোহাম্মদ আব্বাসের সঙ্গে শাহিন শাহ আফ্রিদি কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করেছেন। এ দুইজনই কেবল গড়ে ওভারে তিন রানের কম দিয়েছেন। একমাত্র উইকেটটিও নিয়েছেন শাহিন শাহ।

শুরুর মতো শেষেই বাগড়া আঘাত হানে বৃষ্টি। ফলে ২২ ওভার আগেই শেষ হয়েছে খেলা। অবশ্য ঘাটতি পোষাতে দ্বিতীয় দিন খেলা শুরু হবে একটু আগে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭৩ ওভারে ৩০২/১ (ওয়ার্নার ১৬৬*, বার্নস ৪, লাবুশেন ১২৬*; আব্বাস ০/৫৬, আফ্রিদি ১/৪৮, মুসা ০/৭১, ইয়াসির ০/৮৭, ইফতিখার ০/৩০, আজহার ০/৯)।

Comments

The Daily Star  | English
Is human civilisation at an inflection point?

Is human civilisation at an inflection point?

Our brains are being reprogrammed to look for the easiest solutions to our most vexing social and political questions.

9h ago