রামোস, কারভাহালের গোলে ফের শীর্ষে রিয়াল

প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণে বাধা পেয়ে গোল বঞ্চিত রিয়াল মাদ্রিদ বিরতির পরই  সার্জিও রামোসের গোলে এগিয়ে গিয়েছিল, কিন্তু খানিক পরা লুকাস পেরেজ পেনাল্টিতে আলাভেসকে এনে দিয়েছিলেন সমতা। পরে দানি কারভাহালের গোলে ২-১ গোলে জিতে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা।

শনিবার স্প্যানিশ লা লিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়েছিল জিনেদিন জিনাদের শিষ্যরা। তাতে প্রথমার্ধে আলভেসের রক্ষণে আটকে থাকা রিয়াল বিরতির পর খুলতে পারে জট। ৫২ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন অধিনায়ক রামোস।

তার ১৩ মিনিট পরই পেনাল্টি থেকে এই গোল শোধ করে দেন পেরেজ। মাত্র ৪ মিনিট থাকে অবশ্য আলাভেসের আনন্দ। ৬৯ মিনিটে জয়সূচক গোল করে স্বস্তি আনেন আরভাহাল।

এই জয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল জায়ান্ট রিয়াল।  এক ম্যাচ কম খেলে কাতালানদের পয়েন্ট ২৮।

জিততে মরিয়া রিয়াল খেলার ১০ মিনিটেই এগিয়ে যেতে পারত। ইস্কোর কাছ থেকে বল পেয়ে দারুণ হেড করেছিলেন গ্যারেথ বেল। কিন্তু বল বারে লাগলে হতাশ হতে হয় বেলকে। ২৭ মিনিটে বেলই পেয়েছিলেন আরেক সুযোগ। এবারও দলকে এগিয়ে নিতে পারেননি তিনি।

নিজেদের  মাঠে রিয়ালের কাছ থেকে এক পয়েন্ট নিতে রক্ষণ সামলে রেখেছিলে আলাভেস। প্রথমার্ধের বাকিটা সময় তাই গোল বের করা কঠিন হয়ে যায় তাদের।

৫২ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক থেকে বক্সের মধ্যে বল ধরে দলকে এগিয়ে নেন রিয়াল কাপ্তান রামোস। সেই রামোসই বিপদ ডেকে আনেন ৬৫ মিনিটে। নিজেদের বক্সে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে দেখেন হলুদ কার্ড, দেন পেনাল্টি উপহার। তা থেকে পেরেজের লক্ষ্যভেদ।

৪ মিনিট পর ডান প্রান্ত থেকে লুকা মদ্রিচের ক্রস ধরে জালে পাঠান কারভাহাল। বাকিটা সময় আর আলাভেসকে খেলায় ফেরার সুযোগ দেয়নি রিয়াল।

Comments

The Daily Star  | English
NBR Protests

NBR officials again announce pen-down strike

This time, they will observe the strike for three hours beginning at 9 am on June 23

1h ago