ইউরোতে একই গ্রুপে পর্তুগাল-জার্মানি-ফ্রান্স

আগামী ২০২০ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের ‘গ্রুপ অব ডেথ’- এ পড়েছে শিরোপাপ্রত্যাশী তিন দল। ‘এফ’ গ্রুপে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে আছে আসরের রানার্সআপ ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং ইউরোর তিনবারের শিরোপাজয়ী জার্মানি।
uefa euro 2020
(বাঁ থেকে) পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস, জার্মানির কোচ জোয়াকিম লো ও ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম। ছবি: টুইটার

আগামী ২০২০ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের ‘গ্রুপ অব ডেথ’- এ পড়েছে শিরোপাপ্রত্যাশী তিন দল। ‘এফ’ গ্রুপে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে আছে আসরের রানার্সআপ ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং ইউরোর তিনবারের শিরোপাজয়ী জার্মানি।

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে শনিবার রাতে প্রতিযোগিতাটির ড্র অনুষ্ঠিত হয়। ‘এফ’ গ্রুপের আরেক দল এখনও নির্ধারিত হয়নি। তিন পরাশক্তির সঙ্গী হবে প্লে-অফের ‘এ’ অথবা ‘ডি’ পথ পেরিয়ে আসা একটি দল।

২৪টি দলের অংশগ্রহণে ইউরোর আগামী আসরের পর্দা উঠবে আগামী বছরের ১২ জুন। উদ্বোধনী ম্যাচে রোমে স্বাগতিক ইতালি মুখোমুখি হবে তুরস্কের। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে ১২ জুলাই। এবার ১২টি দেশের ১২টি শহরে আয়োজিত হবে প্রতিযোগিতা।

চলতি মাসে শেষ হয়েছে ইউরোর বাছাইপর্ব। ২০টি দল তাদের জায়গা নিশ্চিত করেছে। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে প্লে-অফ। বাকি চারটি দলের নাম তখন জানা যাবে।

কোন গ্রুপে কোন দল:

গ্রুপ এ: ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড, তুরস্ক

গ্রুপ বি: বেলজিয়াম, রাশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড

গ্রুপ সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, প্লে-অফ ডি/এ জয়ী

গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, প্লে-অফ সি জয়ী

গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, প্লে-অফ বি জয়ী

গ্রুপ এফ: পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, প্লে-অফ এ/ডি জয়ী।

Comments

The Daily Star  | English

Production fully suspended at Barapukuria power plant due to technical glitch

The shutdown has led to further power outages as the plant has the capacity to produce 275-megawatt of electricity.

38m ago