কোন রান না দিয়েই ৬ উইকেট!
২. ১ ওভার বল করেছেন, কোন রান দেননি, পেয়ে গেছেন ৬ উইকেট। পাড়া, মহল্লা বা গলির ক্রিকেট নয়। রীতিমতো আন্তর্জাতিক পর্যায়েই ঘটল এমন বিস্ময়কর ঘটনা। এসএ গেমসে মালদ্বীপের মেয়েদের গুঁড়িয়ে নেপালের অঞ্জলি চাঁদ গড়েছেন অবিশ্বাস্য এই কীর্তি।
অঞ্জলির এমন বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৬ রানেই গুটিয়ে যায় মালদ্বীপের মেয়েরা। জবাবে মাত্র ৫ বলেই খেলা শেষ করেছে নেপাল।
আইসিসির সদস্য সব দেশকেই টি-টোয়েন্টি মর্যাদা দেওয়ায় এই নৈপুণ্য অন্তর্ভুক্ত হচ্ছে রেকর্ড বইয়েও। সব দেশকে টি-টোয়েন্টি মর্যাদা দেওয়ার পর থেকেই অবশ্য বিচিত্র সব রেকর্ডের ছড়াছড়ি চলছে। এর আগে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল মালয়েশিয়ার ম্যাস এলিসার। গত জানুয়ারিতে চীনের মেয়েদের গুঁড়িয়ে মাত্র ৩ রানেই ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা মালদ্বীপের মেয়েরা অবশ্য সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার চরম বিব্রতকর রেকর্ড গড়েনি। তাদের থেকেও কম রানে গুটিয়ে যাওয়ার নজির আছে। গত জুনে রুয়ান্ডার বিপক্ষে মালির মেয়েরা অলআউট হয় মাত্র ৬ রানে। যা ৪ বলেই তুলে নেয় মালি।
Comments