এসএ গেমস: প্রিয়ার স্বর্ণে গর্বিত বাংলাদেশ

কারাতে ডিসিপ্লিনের কুমি ইভেন্টে দ্বিতীয় ও সবমিলিয়ে চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে তৃতীয় স্বর্ণ জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। নারী এককে অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণির ফাইনালে পদক জিতে দেশকে গর্বিত করেছেন মারজান আক্তার পিয়া।
marzana akter pia
ছবি: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

কারাতে ডিসিপ্লিনের কুমি ইভেন্টে দ্বিতীয় ও সবমিলিয়ে চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে তৃতীয় স্বর্ণ জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। নারী এককে অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণির ফাইনালে পদক জিতে দেশকে গর্বিত করেছেন মারজান আক্তার প্রিয়া।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফাইনালে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে আসরের তৃতীয় দিনে বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণ পদক এনে দিয়েছেন প্রিয়া। বাংলাদেশের নারীদের মধ্যে এবারের আসরে তিনিই প্রথম স্বর্ণ জিতেছেন।

এর আগে সেমিফাইনালে নেপালের প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন প্রিয়া। তিনি জিতেছিলেন ২-১ পয়েন্টে।

এর আগে এদিন সকালে কারাতে ডিসিপ্লিনের কুমি ইভেন্টেই বাংলাদেশকে স্বর্ণ পদক এনে দিয়েছেন আল আমিন। পুরুষ এককে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন তিনি। এই অ্যাথলেট ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়েছেন।

আগের দিন দুপুরে তায়কোয়ান্দো ইভেন্টে আসরের প্রথম স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। তায়কোয়ান্দোর ২৯ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের পুমসে ক্যাটাগরিতে পদক জিতেছিলেন দিপু চাকমা।

আরও পড়ুন: এসএ গেমস: দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন আল-আমিন

এসএ গেমস: বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিলেন দিপু চাকমা

Comments