এগিয়ে থেকেও মালদ্বীপের সঙ্গে ড্র করল বাংলাদেশ

bangladesh football team
ছবি: বাফুফে

প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ভুটানের কাছে হার। তাতে ফাইনালে উঠার স্বপ্নে বড় ধাক্কা। টুর্নামেন্টে ভালো কিছু করতে হলে এদিন মালদ্বীপের বিপক্ষে জেতার বিকল্প ছিল না বাংলাদেশের। তবে হতাশ করেছেন জামাল ভুঁইয়ারা। মালদ্বীপের বিপক্ষে এগিয়ে থেকেও ড্র করেছে তারা। ১-১ গোলের ড্রয়ে ফাইনালে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেল জেমি ডের শিষ্যদের।

বাঁচা-মরার লড়াইয়ে এদিন দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ইয়াসিন খান এবং বিশ্বনাথ ঘোষের জায়গায় একাদশে এসেছেন টুটুল হোসেন বাদশা ও সুশান্ত ত্রিপুরা। আক্রমণ প্রতি আক্রমণে এগিয়ে যেতে থাকে ম্যাচ। ২০তম মিনিটে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সে গোল বাতিল করে দেন রেফারি। উল্টো নাবিব নেওয়াজ জীবনের বিপক্ষে ফাউলের বাঁশি বাজান। এ সিদ্ধান্তে মাঠেই অসন্তোষ প্রকাশ করেছেন কোচ জেমি ডে।

ম্যাচের ৩০তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ। রবিউল হাসানের লম্বা থ্রো থেকে রিয়াদুল হাসান ভালো হেড নিয়েছিলেন। দারুণ দক্ষতায় তা ঠেকিয়েও দেন মালদ্বীপ গোলরক্ষক। কিনু ডিফেন্ডার আকরাম ঘানির গায়ে লেগে বল জালে ঢুকে গেলে কাঙ্ক্ষিত গোল পায় লাল-সবুজের দল।

ম্যাচের ৭০তম মিনিটে সমতায় ফেরে মালদ্বীপ। প্রায় মাঝ মাঠ থেকে আলী হোসেন দারুণ দক্ষতায় কাটিয়ে ডি-বক্সে বল দেন ইব্রাহিমকে। সামনে গিয়ে দুরূহ কোণ থেকে দারুণ এক জোরালো শটে গোলরক্ষক আনিসুর রহমানকে পরাস্ত করেন এ ফরোয়ার্ড। এরপরও বেশ কিছু সহজ সুযোগ পেয়েছিল মালদ্বীপ। পেয়েছিল বাংলাদেশও। তবে গোল না হওয়ায় ড্র মেনেই মাঠ ছাড়ে দুই দল।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে এবারের দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ফুটবল আসর। আগের ম্যাচে ভুটানের কাছে হারের পর এদিন মালদ্বীপের বিপক্ষে ড্র করায় মাত্র ১ পয়েন্ট পেল বাংলাদেশ। টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুটি দল খেলবে ফাইনাল। 

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, রবিউল হাসান, মোহাম্মদ ইব্রাহিম, নাবিব নেওয়াজ জীবন ও সুশান্ত ত্রিপুরা।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago