ক্লাসে ফিরছেন বুয়েটের শিক্ষার্থীরা

ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর আন্দোলনকারী শিক্ষার্থীরা। আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে দুই মাসের বেশি একাডেমিক কার্যক্রম বর্জনের পর আজ বুধবার শিক্ষার্থীদের দিক থেকে এই ঘোষণা এসেছে।
আবরার ফাহাদ। ছবি: সংগৃহীত

ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর আন্দোলনকারী শিক্ষার্থীরা। আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে দুই মাসের বেশি একাডেমিক কার্যক্রম বর্জনের পর আজ বুধবার শিক্ষার্থীদের দিক থেকে এই ঘোষণা এসেছে।

৭ অক্টোবর ছাত্রলীগের নেতা-কর্মীরা আবরারকে হত্যার পর আন্দোলনে নামেন বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবি ছিল আবরার হত্যার সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। শিক্ষার্থীরা ১৬ অক্টোবর প্রকাশ্য কর্মসূচি শেষ করার ঘোষণা দিলেও হত্যাকাণ্ডে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত তারা ক্লাস বর্জন চালিয়ে যান।

আবরার হত্যায় জড়িত থাকার অভিযোগে মোট ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে ছিল, মামলার অভিযোগপত্রের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার, বুয়েটের আহসানউল্লাহ, তিতুমীর ও সোহরাওয়ার্দী হলে আগে ঘটে যাওয়া র‌্যাগিংয়ে ঘটনাগুলোয় অভিযুক্ত ব্যক্তিদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি, সাংগঠনিক ছাত্ররাজনীতি এবং র‌্যাগিংয়ের জন্য সুস্পষ্টভাবে বিভিন্ন ক্যাটাগরি ভাগ করে শাস্তির নীতিমালা প্রণয়ন করার পর একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে অনুমোদন করে বুয়েটের অধ্যাদেশে সংযোজনের জন্য পরবর্তী ধাপগুলোয় পাঠানো।

বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মাহমুদুর রহমান সায়াম আজ বিকেলে সংবাদ সম্মেলনে বলেন, বুয়েট প্রশাসন বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিন দফা দাবি পূরণ করেছে। এ কারণেই আমরা আন্দোলনের সমাপ্তি ঘোষণা করছি।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

5h ago