পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ (৭ ডিসেম্বর) সকাল নয়টার দিকে ভবনটির ১৪ তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। পরে ১০টা ১৫ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ এরশাদ।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
সকাল ১০টা ২০ মিনিটে এ প্রতিবেদন তৈরি পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
Comments