যে কারণে রোনালদো-দিবালা-হিগুয়াইনকে একসঙ্গে খেলান না সারি

ronaldo higuan dybala
ছবি: এএফপি (সম্পাদিত)

জুভেন্টাসের আক্রমণভাগে তারকা খেলোয়াড়ের ছড়াছড়ি। ইতালিয়ান চ্যাম্পিয়নদের স্কোয়াডে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো, পাওলো দিবালা ও গঞ্জালো হিগুয়াইন। তবে তাদেরকে একসঙ্গে মাঠে খুব কম সময়েই দেখতে পাওয়া গেছে। এ নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। তবে দলটির কোচ মাউরিজিও সারি নিজের সিদ্ধান্তে অটল। তার বক্তব্য, আক্রমণভাগের ‘ত্রিফলা’কে একসঙ্গে খেলানো সম্ভব নয়। নিজের দাবির পেছনে কয়েকটি কারণও জুড়ে দিয়েছেন তিনি।

ইতালিয়ান সিরি ‘আ’ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিতভাবে গোল-অ্যাসিস্ট করে যাচ্ছেন রোনালদো, দিবালা ও হিগুয়াইন। সময়ের অন্যতম সেরা ফুটবলার পর্তুগিজ তারকা রোনালদো লিগে করেছেন ছয় গোল, অ্যাসিস্ট একটি। চ্যাম্পিয়ন্স লিগে একটি করে গোল ও অ্যাসিস্ট আছে তার। আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা লিগে চার গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন একটি। ইউরোপের সেরা ক্লাব আসরে লক্ষ্যভেদ করেছেন তিনবার। সতীর্থের গোলে অবদান রেখেছেন একবার। দিবালার স্বদেশী হিগুয়াইন বরাবরই সারির পছন্দের শিষ্য। সিরি ‘আ’ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে তার গোল পাঁচটি, অ্যাসিস্ট ছয়টি।

কিন্তু চলতি মৌসুমের শুরুতে ইংলিশ ক্লাব চেলসি থেকে জুভেন্টাসে কোচ হয়ে আসা সারি চালু রেখেছেন ‘রোটেশন’ পদ্ধতি। অর্থাৎ ঘুরিয়ে-ফিরিয়ে রোনালদো, দিবালা ও হিগুয়াইনকে ব্যবহার করছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয়সূচক গোলের পরও ইতালিয়ান লিগের সবশেষ ম্যাচের মূল একাদশে জায়গা পাননি দিবালা। তাকে বাদ দিয়ে রোনালদো ও হিগুয়াইনকে আক্রমণভাগে রেখেছিলেন সারি। কিন্তু দুর্বল সাসুয়োলোর সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারায় জুভেন্টাস। এর ফলে সারির দিকে ধেয়ে আসা সমালোচনার তীর আরও তীক্ষ্ণ হয়েছে।

তবুও সারির কথা একটাই, রোনালদো-দিবালা-হিগুয়াইনকে একসঙ্গে খেলানো যাবে না। লিগ ম্যাচে লাৎসিওর বিপক্ষে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আক্রমণভাগে তিন জন ফরোয়ার্ডকে খেলানো খুবই কঠিন। কারণ তারা ভিন্ন ভিন্ন ধাঁচের খেলোয়াড়।’

‘দিবালাকে মাঠের নিচের দিকে নেমে যাওয়া থেকে আপনি বিরত রাখতে পারবেন না। আবার রোনালদো আক্রমণভাগের একেবারে কেন্দ্রেও খেলে না। তাই পেনাল্টি অঞ্চলটা পরিপূর্ণ করতে আমাদের কিছু সতর্কতামূলক পরিকল্পনা গ্রহণ করতে হয়।’

শনিবার রাতে লাৎসিওর মাঠে আতিথ্য নিতে যাবে জুভেন্টাস। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে। পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা লাৎসিওকে হারাতে পারলে ফের লিগের শীর্ষে চলে আসবে ‘তুরিনের বুড়ি’ খ্যাত দলটি। কারণ আগের রাতে এএস রোমার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিলান। ১৫ ম্যাচে তাদের অর্জন ৩৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জুভরা।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

1h ago