পিএসএলে দল পেলেন না তামিম-মোস্তাফিজ-লিটনরা

Tamim Iqbal-Liton Das
ফাইল ছবি: এএফপি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসর বসতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে। তবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার এবারের আসরে থাকছেন না বাংলাদেশের কোনো ক্রিকেটার। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোস্তাফিজুর রহমানসহ ২৩ ক্রিকেটারের নাম ড্রাফটে থাকলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি কেউ।

শুক্রবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে পিএসএলের পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট। আলাদা আলাদা তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশি ক্রিকেটারদের নাম তোলা হয়। কিন্তু দল পাননি কেউই।

তিনটি ক্যাটাগরি হলো- ডায়মন্ড, গোল্ড ও সিলভার। ডায়মন্ড ক্যাটাগরিতে স্থান পাওয়া চারজন হলেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজ। গোল্ড ক্যাটাগরিতে ছিলেন দশজন- লিটন, আফিফ হোসেন, আবুল হাসান রাজু, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন হোসেন, অলক কাপালি, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ। বাকি নয়জনকে রাখা হয়েছিল সিলভার ক্যাটাগরিতে- ফরহাদ রেজা, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকি, মুক্তার আলি, মোহাম্মদ নাঈম শেখ, সাব্বির রহমান ও সাইফ হাসান।

২০২০ পিএসএলে অংশ নিতে যাওয়া ছয়টি দলের উল্লেখযোগ্য ক্রিকেটাররা:

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স:

সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, নাসিম শাহ, উমর আকমল ও মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), জেসন রয় (ইংল্যান্ড), শেন ওয়াটসন ও বেন কাটিং (অস্ট্রেলিয়া), কিমো পল (ওয়েস্ট ইন্ডিজ)।

লাহোর কালান্দার্স:

ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শাহিন শাহ আফ্রিদি, সালমান বাট ও উসমান শিনওয়ারি (পাকিস্তান), ক্রিস লিন (অস্ট্রেলিয়া), সেক্কুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), সামিত প্যাটেল (ইংল্যান্ড)।

মুলতান সুলতানস:

মোহাম্মদ ইরফান, শহিদ আফ্রিদি, জুনায়েদ খান, শান মাসুদ ও সোহেল তানভির (পাকিস্তান), মঈন আলি, জেমস ভিন্স ও রবি বোপারা (ইংল্যান্ড), রাইলে রুশো ও ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), ফাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ)।

ইসলামাবাদ ইউনাইটেড:

শাদাব খান, ফাহিম আশরাফ ও আসিফ আলি (পাকিস্তান), লুক রনকি ও কলিন মুনরো (নিউজিল্যান্ড), ডেল স্টেইন, কলিন ইনগ্রাম ও রাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)।

পেশোয়ার জালমি:

শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, কামরান আকমল ও ইমাম উল হক (পাকিস্তান), কিয়েরন পোলার্ড ও ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ), লিয়াম ডসন (ইংল্যান্ড), ডোয়াইন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা)।

করাচি কিংস:

বাবর আজম, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান ও শারজিল খান (পাকিস্তান), অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট ও ক্রিস জর্ডান (ইংল্যান্ড), ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা)।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago