রোনালদোর গোলের পরও জুভেন্টাসের হার
পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার হাতছানি ছিল জুভেন্টাসের সামনে। কিন্তু ইতালিয়ান সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়নরা জয় তো দূরে থাক, ড্রও করতে পারেনি। ক্রিস্তিয়ানো রোনালদোর লক্ষ্যভেদে এগিয়ে গিয়েও লাৎসিওর কাছে নাস্তানাবুদ হয়েছে তারা। ফলে চলতি মৌসুমের লিগে প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে তুরিনের বুড়ি খ্যাত দলটি।
শনিবার রাতে লাৎসিওর মাঠে ৩-১ গোলে হেরেছে জুভেন্টাস। এবারের ইতালিয়ান সিরি আ’তে প্রথম ১৪ ম্যাচে অপরাজিত ছিল মাউরিজিও সারির শিষ্যরা।
ম্যাচটা পুরো ১১ জন নিয়েও শেষ করতে পারেনি জুভরা। ৬৯তম মিনিটে হুয়ান কুয়াদ্রাদো সরাসরি লাল কার্ড দেখেন। প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও পরবর্তীতে ভিএআরের সাহায্য নিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন রেফারি।
রোমের অলিম্পিক স্টেডিয়ামে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল জুভেন্টাস। তবে সুযোগ তৈরিতে আধিপত্য দেখায় স্বাগতিক লাৎসিও। যার ফল হিসেবে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচের শুরুতে জুভরাই প্রভাব বিস্তার করে খেলে। ২৫তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। রদ্রিগো বেনতানচুরের পাস থেকে বল জালে জড়ান পর্তুগিজ তারকা রোনালদো। পিছিয়ে পড়ার পর নিজেদের গুছিয়ে নিতে শুরু করে লাৎসিও। সমতাসূচক গোলটি তারা পায় বিরতির ঠিক আগে। লুইস আলবার্তোর ক্রসে হেড করে জুভদের জাল কাঁপান ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুইজ ফেলিপে।
কলম্বিয়ান ফুটবলার কুয়াদ্রাদো লাল কার্ড পাওয়ার কিছুক্ষণ পরই আরেকটি ধাক্কা খায় জুভেন্টাস। ৭৪তম মিনিটে আলবার্তোর পাস থেকে বল পেয়ে লাৎসিওকে এগিয়ে নেন সার্বিয়ার মিডফিল্ডার সার্গেই মিলানকোভিচ-স্যাভিচ।
পাঁচ মিনিট পর চিরো ইমমোবিলে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ না হলে ব্যবধান আরও বাড়াতে পারত লাৎসিও। ইতালিয়ান স্ট্রাইকারের শট রুখে দেন ভইচেখ শেজনি। এর আগে এই পোলিশ গোলরক্ষক হোয়াকিন কোরেয়াকে ডি-বক্সের মধ্যে ফেলে দেওয়ায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তৃতীয় গোলটি ঠিকই হজম করে জুভরা। মানুয়েল লাজ্জারির শট শেজনি ফিরিয়ে দেওয়ার পর জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন ইকুয়েডরের ফরোয়ার্ড ফিলিপে কাইসেদো।
১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে ইন্টার মিলান। তৃতীয় স্থানে থাকা লাৎসিওর অর্জন ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট।
Comments