শুল্কমুক্ত সুবিধায় আনা কোটি টাকার সুতা জব্দ
শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সুতা খোলাবাজারে বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জ শহরের টানবাজারে অভিযান চালিয়েছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। এসময় বিসমি ইয়ার্ণ ট্রেডিংয় নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে আনুমানিক এক কোটি টাকা মূল্যের ১০ টন সুতা আটক করা হয়।
রোববার বিকেলে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কমিশনারের নির্দেশনায় ডেপুটি কমিশনার রেজভী আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এ প্রসঙ্গে রেজভী আহমেদ সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে আমাদের কাছে অভিযোগ আসছিল বন্ডের সুতা অবৈধভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে। বন্ডের সুতা খোলা বাজারে চলে যাওয়ার ফলে দেশীয় শিল্প হুমকির মুখে পড়েছে। দেশীয় শিল্প রক্ষায় ও রাজস্ব আদায়ে আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের টানবাজারে অভিযানে এসেছি। এখানে আমরা বেশ কয়েকটি নামবিহীন গোডাউন থেকে আপাতত ১০ টন সুতা জব্দ করেছি। এই সুতার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।
তিনি আরও বলেন, শিল্পের কাঁচামাল শুল্কমুক্ত রাখতে বন্ডের সুবিধা দেয় সরকার। এরপর এটা প্রক্রিয়ার মাধ্যমে পণ্য উৎপাদন করে রপ্তানি করা হয়। কিন্তু যখন খোলা বাজারে কাঁচামাল বিক্রি করে দেওয়া হয় তখনই আমরা সেটাকে বন্ডের অপব্যবহার হিসেবে দেখি। এটা একধরণের চোরাচালান। এই মুহূর্তে কাউকে আটক করা হয়নি। আমরা এখান থেকে সুতা নিয়ে যাচ্ছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ফৌজদারী আইনে ব্যবস্থা নেওয়া হবে।
তবে টানবাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক মো. মজিবুর রহমান সাংবাদিকদের জানান, তৈরি পোশাক কারখানার ব্যবসার শুরু থেকেই যত সুতা এসেছে, গার্মেন্টস মালিকরা তার ১০-২০ শতাংশ খোলা বাজারে বিক্রি করে দেন। তারা নগদ টাকার জন্য এটা করেন। এই সুতা স্থানীয় হোসিয়ারিতে যায়, যা দিয়ে আমাদের বিভিন্ন পরিধেয় কাপড় তৈরি করা হয়। এটা কোন চুরির পণ্য না।
Comments