বাবার কথা রাখতে কাজী নজরুলকে স্মরণ সালমানের

পারফর্ম করতে বাংলাদেশে আসছেন, বাবা সেলিম খান এই খবর শুনে বলেছিলেন, বাংলাদেশে গিয়ে মঞ্চে উঠে অবশ্যই একজন মানুষের কথা স্মরণ করবে। বাবার কথা মতই তাই বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা আলাদাভাবে স্মরণ করেছেন বলিউড তারকা সালমান খান। বিপিএলের উদ্বোধনী কনসার্টে পারফর্ম করার পর শ্রদ্ধা জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও।
ছবি: ফিরোজ আহমেদ

পারফর্ম করতে বাংলাদেশে আসছেন, বাবা সেলিম খান এই খবর শুনে বলেছিলেন, বাংলাদেশে গিয়ে মঞ্চে উঠে অবশ্যই একজন মানুষের কথা স্মরণ করবে। বাবার কথা মতই তাই বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা আলাদাভাবে স্মরণ করেছেন বলিউড তারকা সালমান খান। বিপিএলের উদ্বোধনী কনসার্টে পারফর্ম করার পর শ্রদ্ধা জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও।

বিপিএলের উদ্বোধনী কনসার্টে একদম শেষ দিকে ছিল সালমান খান আর ক্যাটরিনা কাইফের পরিবেশনা। শুরুতে পালকিতে চড়ে মঞ্চে আসেন ক্যাটরিনা। নিজের অভিনিত সিনেমার গানের সঙ্গে নাচেন তিনি। তার পারফরম্যান্স শেষে মঞ্চে আসেন সালমান। জনপ্রিয় সিনেমার গানের সঙ্গে চলে সালমানের নাচও। 

দুজনের পারফরম্যান্স শেষ হয়ে গেলে জানান নিজেদের প্রতিক্রিয়া, ‘সবাইকে ভালোবাসা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশকে অভিনন্দন।’

সালমান, ক্যাটরিনা দুজনেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলে উঠেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। তারা দুজনেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

এরপর সালমান জানান তার বাবার প্রতিশ্রুতির কথা, ‘এখানে আসার আগে আমি আমার বাবার সঙ্গে কথা বলেছিলাম। বাবা বলেছেন বাংলাদেশে যাচ্ছ, সেখানে গিয়ে একজন মানুষের কথা অবশ্যই স্মরণ করবে। তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম।’

ভারতের মধ্যপ্রদেশের মানুষ সালমানের পুরো পরিবারই অভিনয়ের সঙ্গে যুক্ত। বাবা সেলিম খানের পাশাপাশি ভাইয়েরাও বলিউডের নামী অভিনেতা।

সালমান-ক্যাটরিনার পরিবেশনার বেশ আগে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সনু নিগম, কৈলাশ খের এবং সালমান-ক্যাটরিনার পারফরম্যান্স ভিআইপি গ্যালারি থেকে উপভোগ করেন প্রধানমন্ত্রী।

 

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago