নিউজিল্যান্ডে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত, ৫ জনের মৃত্যু
নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনায় আটকে পড়েছেন প্রায় ৫০ জন পর্যটক। তাদের মধ্যে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
সিএনএনে প্রকাশিত খবরে বলা হয়, দ্বীপটিতে প্রায় ৫০ জনের মতো পর্যটক ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
সর্বশেষ সংবাদ অনুযায়ী, আটকে পড়া পর্যটকদের মধ্যে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এখন পর্যন্ত মৃত ব্যক্তিদের পরিচয় জানা যায় নি।
দ্বীপটিতে পর্যটক বহনকারী জাহাজ রয়েল ক্যারিবিয়ান জানিয়েছে, তাদের জাহাজে করে আসা ৩০ জন পর্যটক দ্বীপে ঘুরতে থাকা অবস্থাতেই এই অগ্নুৎপাত শুরু হয়।
জরুরি ভিত্তিতে সেখানে উদ্ধার কাজ চলছে। পুলিশ জানিয়েছে জায়গাটি এখনও খুবই বিপদজনক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে দ্বীপের কারও সঙ্গেই যোগাযোগ করতে পারছেন না তারা। ফলে উদ্ধার কাজ বেশ কঠিন হয়ে পরেছে।
Comments