অধ্যাপক অজয় রায় আর নেই
চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, মুক্তিযোদ্ধা, পদার্থ বিজ্ঞানী, বিজ্ঞান লেখক এবং মানবাধিকার কর্মী অজয় রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
আজ (৯ ডিসেম্বর) বেলা ১২টা ৩৫ মিনিটে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শহিদুল হক মল্লিক।
এর আগে, গত ২৫ নভেম্বর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেসময় বিশিষ্ট এই শিক্ষাবিদকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হয়।
২০১৫ সালে তার ছেলে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর থেকেই মূলত তিনি অসুস্থ ছিলেন।
অজয় রায় ১৯৩৫ সালের ১ মার্চ দিনাজপুরে জন্মগ্রহণ করেন। একাত্তরের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর বাংলাদেশের প্রায় সব গণতান্ত্রিক ও নাগরিক আন্দোলনে তার সম্পৃক্ততা ছিলো।
২০১২ সালে পদার্থবিজ্ঞানে অবদানের জন্য একুশে পদক অর্জন করেন অজয় রায়।
Comments