বিপিএলের টিকেটের মূল্য জানাল বিসিবি

আড়ম্বরপূর্ণ উদ্বোধন হয়েছে আগের দিন, দেশি-বিদেশি খেলোয়াড়রা শুরু করেছেন পুরদমের প্রস্তুতিও। খেলা শুরু বুধবার থেকে। এবার বঙ্গবন্ধু বিপিএল দেখতে দর্শকদের কত খরচ করতে হবে, জানিয়ে দিল বিসিবি।
Bangabandhu BPL 2019 logo

আড়ম্বরপূর্ণ উদ্বোধন হয়েছে আগের দিন, দেশি-বিদেশি খেলোয়াড়রা শুরু করেছেন পুরদমের প্রস্তুতিও। খেলা শুরু বুধবার থেকে। এবার বঙ্গবন্ধু বিপিএল দেখতে দর্শকদের কত খরচ করতে হবে, জানিয়ে দিল বিসিবি।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হওয়া ম্যাচগুলোর টিকেটের সর্বোচ্চ মূল্য থাকছে ২ হাজার। সর্বনিম্ন টিকেট পেতে খরচ করতে হবে ২০০ টাকা।

মিরপুরের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট মিলবে ২ হাজার টাকায়। ভিআইপি স্ট্যান্ড ও ক্লাব হাউজের টিকেট পেতে খরচ করতে হবে ৫০০ টাকা। উত্তর বা দক্ষিণ গ্যালারির টিকেটের দাম ৩০০ টাকা।

পূর্ব গ্যালারির টিকেট রাখা হয়েছে ২০০ টাকা করে। বিপিএলের টিকেট বিক্রির জন্য ইতিমধ্যে শুরু হয়েছে মাইকিং।

এবারও বিপিএলের টিকেট পাওয়া যাবে মিরপুর স্টেডিয়ামের এক নম্বর ফটক ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন দুটি বুথে। এ ছাড়া অনলাইনে টিকিট পাওয়া যাবে www.shohoz.com, www.paypoint.com.bd ও www.gadgetbangla.com ওয়েবসাইটে।

 

Comments