সাভারে সোয়েটার কারখানায় বিস্ফোরণ, ১ জনের মৃত্যু

Savar-1.jpg
১০ ডিসেম্বর ২০১৯, সাভারের ‘ন্যাচারাল সোয়েটার ভিলেজ’ কারখানায় বিস্ফোরণে দেয়াল ধসে পড়ে। ছবি: স্টার

সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নারী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) জ্যেষ্ঠ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে আমাদের সাভার সংবাদদাতা জানান, নিহতের নাম রিমা খাতুন (২০)। তিনি আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

জাহাঙ্গীর আলম জানান, আজ (১০ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে গৌরীপুর এলাকার ‘ন্যাচারাল সোয়েটার ভিলেজ’ নামের ওই কারখানায় ‘গ্যাস হিটার মেশিন’-এ বিস্ফোরণ ঘটে। এতে টিনশেড কারখানার একটি দেয়াল ধসে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রিমা কারখানার সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিস্ফোরণে দেয়াল ধসে তার ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আহতদের মধ্যে ন্যাচারাল সোয়েটার ভিলেজের তিন শ্রমিক রয়েছেন। তারা হলেন- জলিল (৫০), আইয়ুব আলী (৪০), মাহফুজা (৪০)। তাদেরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এবং অপর একজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Comments

The Daily Star  | English

At least 204 bodies recovered from plane crash site: police

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

4h ago