পুরো বিপিএল সাকিবকে মিস করছে: রাসেল
আগের আসরেও ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসান ছিলেন অধিনায়ক, আর তার দলের অন্যতম সেরা অস্ত্র ছিলেন আন্দ্রে রাসেল। এবার বিপিএল আগের আদলে নেই, নেই আগের কোন ফ্রেঞ্চাইজি, নেই সাকিবও। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ তিনি। আগের ছয় আসরে তিনবার টুর্নামেন্ট সেরা সাকিবের এভাবে না থাকার হাহাকার বিপিএল টের পাচ্ছে বলে জানান এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
চলতি বছরের শুরুতে বিপিএলের ৬ষ্ঠ আসরে ১৫ ম্যাচ খেলে ব্যাটে বলে ঢাকার হয়ে জুটি বেধেই যেন মাত করেন সাকিব-রাসেল। ১৫ ম্যাচে সাকিব নেন সর্বোচ্চ ২৩ উইকেট, রান করেন ৩০১। ১৫৬.৫৪ স্ট্রাইকরেটে রাসেলের ব্যাট থেকে আসে ২৯৯ রান, মিডিয়াম পেসে তুলেন ১৪ উইকেট।
এবার রাজশাহী রয়্যালসের হয়ে বিপিএল খেলতে এসেছেন রাসেল। তাকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্বও। তিনি নিজে আগের আসরে যার অধিনায়কত্বে মাত করেছিলেন সেই সাকিবের না থাকা তার কাছে বড় এক অভাব, ‘পুরো বিপিএল সাকিবকে মিস করছে, সে খুব ভালো খেলোয়াড়। স্মার্ট বোলার, দারুণ হিটার। দুর্দান্ত এক বিশ্বকাপ পার করে এল। এখনো সে টগবগে।’
তবে সাকিবের এই নিষেধাজ্ঞার সময় দেখতে দেখতেই ফুরিয়ে যাবে বলে মনে করেন তিনি। তিনবার ডোপ পরীক্ষায় অংশ না নেওয়ায় এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়েছেন রাসেলও। সেই অভিজ্ঞতা থেকেই রাসেলের মতো সাকিবের আরও শক্তভাবে ফিরে আসা সময়ের ব্যাপার মাত্র, ‘আমিও এক বছর নিষেধাজ্ঞার মাঝে ছিলাম। কাজেই আসল জায়গায় নজর রেখে শক্তভাবে ফিরে আসার ব্যাপার মাত্র।’
জুয়াড়ির তিন তিনবার অনৈতিক প্রস্তাব গোপন করায় গত ২৯ অক্টোবর সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
Comments