বাংলাদেশি ক্রিকেটারদের তিন ধরণের খাবার খেতে বললেন রাসেল
উচ্চতা ছ’ ফিটের উপর। শক্তপোক্ত শরীরে চোখে পড়ার মতো পেশি। আন্দ্রে রাসেলের শারীরীক শক্তি যে কত প্রবল বোঝা যায় তার ছক্কা পেটানো দেখলে। গায়ের জোরে ধুমধাম বল পিটিয়ে সীমানা ছাড়া করার সুনাম তার তুমুল। সে তুলনায় বাংলাদেশের ক্রিকেটাররা তার কাছে যেন লিলিপুট। তার মত এত না হলেও কি করে আরও শক্তি বাড়ানো যায় প্রশ্ন ছিল তার কাছে। ক্যারিবিয়ান এই বিস্ফোরক ব্যাটসম্যান বাংলাদেশের ক্রিকেটারদের পরামর্শ দিলেন তিনটি খাবারের কথা।
প্রায় প্রতি বিপিএলেই বাংলাদেশের দর্শকদের বড় বিনোদনের নাম রাসেল। দুনিয়া ঘুরে ঘুরে ফ্রেঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো রাসেল এবারও এসেছেন বিপিএলে। এবার তার ঠিকানা রাজশাহী রয়্যালস। এবার দলটির অধিনায়কও তিনিই।
বুধবার টুর্নামেন্ট শুরুর একদিন আগে দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে রাসেল জানালেন, শক্তিশালী হয়ে উঠতে বাংলাদেশের ক্রিকেটারদের খেতে হবে তিন ধরনের খাবার, ‘বাংলাদেশের ক্রিকেটারদের বলব বেশি করে ডাম্পলিং (পুডিং জাতীয় খাবার), মিস্টি আলু আর কলা খাও, তবে শক্তি বেড়ে যাবে।’
এবার ড্রাফটের বাইরে থেকে রাসেলকে দলে ভিড়িয়েছে রাজশাহী। তার দল ওয়েস্ট ইন্ডিজ যখন ভারতের বিপক্ষে সিরিজ খেলছে, রাসেল আছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে। পুরো বিপিএলেই তাই তাকে পাচ্ছে রাজশাহীই। ব্যাটে-বলে দারুণ কার্যকর এই ক্রিকেটারের সুযোগ ছিল বিগ ব্যাশেও খেলার। সব বাদ দিয়ে বিপিএল বেছে নেওয়ার কারণ ব্যাখ্যয় বাংলাদেশের অতিথিপরায়ণার কথা জানালেন তিনি, ‘খুব মজা হয়। এই টুর্নামেন্ট খেলতে খুব বেশি দিন দেশের বাইরে থাকা লাগে না। আর ভালোবাসা তো পাই। এখানকার আতিথেয়তা অন্যরকম, দারুণ অভ্যর্থনা পাই বরাবর।’
আগের সব ফ্রেঞ্চাইজি বাদ দিয়ে নতুন আদলের বিপিএলেরও অংশ হতে চেয়েছিলেন তিনি, ‘নতুন দল, নতুন নিয়ম, নতুন ফ্রেঞ্চাইজি শুনেই রাজি হয়েছি। আমি এর অংশ হতে চেয়েছিলাম।’
Comments