নিউ জার্সিতে গুলিতে ২ হামলাকারীসহ ৬ জন নিহত
আমেরিকার নিউ জার্সিতে সন্দেহভাজন বন্দুকধারীদের সঙ্গে পুলিশের ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধে’ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ সদস্য, তিনজন সাধারণ নাগরিক এবং সন্দেহভাজন দুই বন্দুকধারী।
নিউ জার্সির জার্সি শহরে একটি কবরস্থান এবং মুদির দোকানে এই হামলার ঘটনা ঘটে।
জার্সি সিটি পুলিশের প্রধান মিখায়েল কেলি জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী দুজনই মারা গেছেন। প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না।
মেয়র এবং স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিলো যা পরে খুলে দেওয়া হয়।
এ ঘটনায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, “নিউ জার্সির জার্সি সিটিতে ঘটে যাওয়া গোলাগুলির খবর এই মাত্র জানতে পারলাম। এই বেদনাদায়ক সময়ে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। পরিস্থিতি টানা পর্যবেক্ষণ করা হবে। স্থানীয় কর্মকর্তাদের এ কাজে সহযোগিতা করা হচ্ছে।”
Comments