রশিদকে সরিয়ে ফের আফগানিস্তানের অধিনায়ক আসগর

Asghar Afghan
ফাইল ছবি: এএফপি

দলের অধিনায়কত্ব নিয়ে ক’দিন পর পরই চমক জাগানো খবর দিয়ে চলেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আসগর আফগানকে সরিয়ে বিশ্বকাপে অধিনায়ক করা হয়েছিল গুলবদিন নাইবকে। বিশ্বকাপ ব্যর্থতার পর নাইবকে সরিয়ে সব সংস্করণে রশিদ খানকে করা হয় অধিনায়ক। এবার আবার রশিদের থেকে নিয়ে নেতৃত্বের লাগাম ফিরিয়ে দেওয়া হয়েছে আসগরকে।

৩১ বছর বয়সী আসগরের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধিনায়কত্ব হারানো রশিদ। গত জুলাই মাসে তিন সংস্করণেই আফগানদের অধিনায়ক হন রশিদ। তার নেতৃত্বে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নেমে জিতে যায় আফগানিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে রশিদ সাফল্য আনলেও টেস্টে আফগানদের গুঁড়িয়ে দেয় ক্যারিবিয়ানরা। এই সিরিজের পরই এলো অধিনায়কত্ব বদলের সিদ্ধান্ত।

বিশ্বকাপে নাইবকে অধিনায়কত্ব দেওয়ায় প্রকাশ্যেই সমালোচনা করেছিলেন রশিদ খান, মোহাম্মদ নবিরা। এবার রশিদকে সরিয়ে আসগরকে ফেরানোও জন্ম দিয়েছে বিস্ময়ের।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago