দুর্বল যুক্তিতে অভিযোগ খণ্ডনের চেষ্টা মিয়ানমারের
রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে শুনানির দ্বিতীয় দিনে আজ (১১ ডিসেম্বর ২০১৯) অভিযোগ খণ্ডন করেছে মিয়ানমার। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের আদালতে অং সান সু চি নিজে বক্তব্য রেখেছেন।
সু চি রোহিঙ্গা নির্যাতনের কথা কার্যত স্বীকার করে নিয়ে দোষীদের বিচারের কথা বলেন। তিনি আরও বলেন, সেনা সদস্যরা যুদ্ধাপরাধ করে থাকলে তা মিয়ানমারের দেশীয় তদন্ত ও বিচার ব্যবস্থায় নিষ্পত্তি করা হবে। এটিকে আর্ন্তজাতিকীকরণের সুযোগ নেই।
দ্বিতীয় দিনের শুনানি চলার সময় রোহিঙ্গা সংকট নিয়ে দ্য ডেইলি স্টার সেন্টারের স্টুডিওতে কথা বলেছেন সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। উপস্থাপনায় গোলাম মোর্তোজা।
আরও দেখুন
Comments