রিয়াল-ম্যান সিটি-জুভেন্টাসের জয়, পিএসজির গোল উৎসব
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ মৌসুমের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ আর অ্যাতলেতিকো মাদ্রিদও। জয় তুলে নেওয়ার পাশাপাশি ঘরের মাঠে গোল উৎসব করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে গালাতাসারাইকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। পার্ক দে প্রিন্সেসে প্রথমার্ধে মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়ার লক্ষ্যভেদে চালকের আসনে বসে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে জালের ঠিকানা খুঁজে নেন নেইমার, কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানি।
৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের পর্বে উঠেছে পিএসজি। আরেক ম্যাচে ক্লাব ব্রুগের মাঠে ৩-১ গোলে জিতেছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল। তাদের হয়ে জালের দেখা পান রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র ও লুকা মদ্রিচ। ব্রুগের হয়ে ব্যবধান কমান হ্যান্স ভানাকেন। ৬ ম্যাচে রিয়ালের অর্জন ১১ পয়েন্ট। তারা হয়েছে গ্রুপ রানার্সআপ।
পিএসজি-রিয়ালের মতো ‘বি’ গ্রুপ থেকে শেষ ১৬-তে খেলা আগেই নিশ্চিত করেছিল বায়ার্ন ও টটেনহ্যাম হটস্পার। শেষ রাউন্ডে এই দল দুটি মুখোমুখি হয় একে অপরের। সেখানে শেষ হাসি হেসেছে জার্মান বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় তারা জিতেছে ৩-১ গোলে।
ম্যাচের শুরুতে বাভারিয়ানদের এগিয়ে নেন কিংসলে কোমান। এরপর রায়ান সেসেনিয়নের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। তবে থমাস মুলার ও ফিলিপে কুতিনহো জালের ঠিকানা খুঁজে নেওয়ায় জয় নিশ্চিত হয় বায়ার্নের। ৬ ম্যাচের সবকটিতে জেতা দলটির অর্জন ১৮ পয়েন্ট। গ্রুপ পর্বে তারা গোল করেছে ২৪টি, বিপরীতে হজম করেছে মাত্র ৫টি। ইংলিশ ক্লাব টটেনহ্যাম ১০ পয়েন্ট নিয়ে হয়েছে দ্বিতীয়।
গ্যাব্রিয়েল জেসুসের হ্যাটট্রিকে দিনামো জাগরেবের মাঠে পিছিয়ে পড়েও ৪-১ গোলের দারুণ জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটি। দলের পক্ষে অন্য গোলটি করেন ফিল ফোডেন। দিনামোর গোলদাতা দানিয়েল ওলমো। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়েছে সিটিজেনরা।
এই গ্রুপের আরেক ম্যাচে শাখতার দোনেৎস্কের মাঠে ৩-০ গোলে জিতে পরের পর্ব নিশ্চিত করেছে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা ইতালিয়ান ক্লাব আতালান্তা। ৬ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ৩ হারে দলটির অর্জন ৭ পয়েন্ট।
‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন জুভেন্টাস প্রত্যাশিত জয় পেয়েছে বায়ার লেভারকুসেনের মাঠে। ইতালিয়ান সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে। তুরিনের বুড়ি খ্যাত ক্লাবটির হয়ে লক্ষ্যভেদ করেন গঞ্জালো হিগুয়াইন ও ক্রিস্তিয়ানো রোনালদো। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে জুভেন্টাসের পয়েন্ট ১৬।
জোয়াও ফেলিক্স ও ফেলিপের গোলে নিজেদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে একই ব্যবধানে লোকোমোতিভ মস্কোকে হারিয়েছে অ্যাতলেতিকো। স্প্যানিশ দলটি ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইউরোপের সেরা ক্লাব আসরের শেষ ১৬ নিশ্চিত করেছে।
Comments